১৪ জেলায় ৪০ ডিগ্রি পার করল তাপমাত্রা! রাজ্যের কোন জেলায় কত তাপমাত্রা, দেখে নিন

১৪ জেলায় ৪০ ডিগ্রি পার করল তাপমাত্রা! রাজ্যের কোন জেলায় কত তাপমাত্রা, দেখে নিন

কলকাতা: রাজ্য জুড়ে পারদ চড়ছে। ১৪ জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করল তাপমাত্রা। রাজ্যের তাপমাত্রায় সেরা বীরভূমের সিউড়ি- ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের মালদহে প্রায় ৪২ ডিগ্রি ছুঁই ছুঁই পারদ। বাগডোগরায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ৷

পাহাড়েও উষ্ণতার ছোঁয়া। দার্জিলিংয়ের অনেক জায়গাতেই তীব্র গরমে পাখা চালাতে হয়েছে। স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা শৈলশহর দার্জিলিংয়ে।

সমতলের বাগডোগরায় রীতিমতো হাঁসফাঁস অবস্থা। স্বাভাবিক যা তাপমাত্রা থাকে তার থেকে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। বুধবার বাগডোগরার পারদ ছুঁয়েছে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলো তো কার্যত জ্বলছে। বীরভূম, বাঁকুড়া ৪৩ ডিগ্রি পার হয়ে গিয়েছে। আর পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায়।

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আলিপুরে ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। সল্টলেকে তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বসিরহাটে সর্বোচ্চ তাপমাত্রা এই দিন ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

উলুবেড়িয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সাগরদ্বীপে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এর পাশাপাশি ক্যানিংয়ে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। ডায়মন্ডহারবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতে এদিন তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

হলদিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। কন্টাই বা কাঁথিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সৈকত শহর দিঘাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা তিন ডিগ্রি বেশি।

নদীয়ার কৃষ্ণনগরে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাঁকুড়াতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৫.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বুধবার রাজ্যের সবথেকে বেশি তাপমাত্রা ছিল বীরভূমের সিউড়িতে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বীরভূমেরই শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৪২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

মুর্শিদাবাদের বহরমপুরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। হুগলির মগড়াতে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আসানসোলে এই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

উত্তরবঙ্গের দার্জিলিং-এ স্বাভাবিকের তুলনায় ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারেও স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে এই দিন সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। একইরকম ভাবে জলপাইগুড়িতেও স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াসে পারদ। এদিন উত্তরবঙ্গের কালিম্পংয়ে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বালুরঘাটে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এবং মালদহে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আলিপুরদুয়ারে বুধবার তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

(Feed Source: news18.com)