পাঁচ বছর পর আবার ভারত-পাকিস্তান! কবে, কোথায় ম্যাচ, জেনে নিন

পাঁচ বছর পর আবার ভারত-পাকিস্তান! কবে, কোথায় ম্যাচ, জেনে নিন

কলকাতা: SAFF Championship  2023-এর আনুষ্ঠানিক ড্র ঘোষণা করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেপাল ও কুয়েত রয়েছে। টুর্নামেন্টে খেলতে ভারতে আসবে পাকিস্তানের ফুটবল দল। বি গ্রুপে রয়েছে লেবানন, মালদ্বীপ, ভুটান ও বাংলাদেশ।

এই টুর্নামেন্ট বেঙ্গালুরুতে ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত হবে। সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

দুটি দলের শেষবার ২০১৮ সালে চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দেখা হয়েছিল। সেবার ভারতীয় ফুটবল দল ৩-১ গোলে জিতেছিল। তবে সেবার ভারতীয় দল ফাইনালে মালদ্বীপের কাছে হেরে গিয়েছিল।

গ্রুপ পর্বের ম্যাচগুলি রাউন্ড রবিন ফরম্যাটে হবে। প্রতিটি দল পরস্পরের বিরুদ্ধে একবার করে খেলবে। এখনও পর্যন্ত আটবার ভারতীয় দল সাফ কাপ জিতেছে। চারবার রানার্স। ফলে টুর্নামেন্টে ভারতীয় দলকে অন্যতম সফল দল হিসেবে বলাই যায়।

২১ জুন সন্ধে ৭.৩০ থেকে সাফ কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। এর পর ভারতীয় দল খেলবে নেপাল (২৪ জুন) এবং কুয়েতের (২৭ জুন) বিরুদ্ধে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে।

(Feed Source: news18.com)