‘চোর চুরি করে জেলে যায়, বড় চোরেরা যায় বিজেপি-তে’, ফের আক্রমণে অভিষেক

‘চোর চুরি করে জেলে যায়, বড় চোরেরা যায় বিজেপি-তে’, ফের আক্রমণে অভিষেক

কলকাতা: প্রকাশ্য মঞ্চ থেকে ফের বিজেপি-কে তীব্র আক্রমণ। ‘ওয়াশিং মেশিন’ বলে গেরুয়া শিবিরকে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সরাসরি কারও নাম যদিও মুখে আনেননি অভিষেক। তাঁর বক্তব্য, “বিজেপি-তে (BJP) গেলেই ওয়াশিং মেশিনে কালো-কাপড় সাদা। বড় চোররা চুরি করে বিজেপি-তে যায়।”

পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে বেরিয়েছেন অভিষেক

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে জনসংযোগে বেরিয়েছেন অভিষেক। বুধবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সভা করেন। সেই সভা থেকেই এ দিন বিজেপি-কে একহাত নিলেন তিনি। অভিষেকের কথায়, “লোক চুরি করে জেলে যায়। আর বড় চোররা চুরি করে বিজেপি-তে যায়। বিজেপি-তে গেলেই সব মাফ। বিজেপি-তে গেলেই ওয়াশিং মেশিনে কালো-কাপড় সাদা।”

কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যে অভিষেককেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। কিন্তু এ দিন শক্তিগড়ে খুন হওয়া কয়লা মাফিয়া রাজু ঝায়ের প্রসঙ্গ টেনে বিজেপি-কে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “ইডি-সিবিআই লাগিয়ে তৃণমূলকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। সবথেকে বড় কয়লাচোরকে নিজেদের দলের প্রার্থী করেছে। কয়লা মাফিয়া, দিলীপ ঘোষের সঙ্গে মন্দিরে জল ঢালতে যান। কয়লামন্ত্রীর ঘরে বসেও কয়লা মাফিয়া কফি খাচ্ছে। রাজু ঝা ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়েছিল।”

এ দিন সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন অভিষেক। ক্যামেরায় টাকা নিতে দেখা যাওয়ার প্রসঙ্গ তোলেন। তার পাল্টা অভিষেককে হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “কাচের ঘরে বসে ঢিল মারতে বারণ করবেন। এটা সবাই জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাথুকে দিয়ে ষড়যন্ত্র করিয়েছিলেন। এটা দুর্নীতি নয় ষড়যন্ত্র।”

কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে বলেও এ দিন ফের দাবি করেন অভিষেক। তিনি বলেন, “কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে। এতটাকা আটকে রেখেছে। গ্রামসড়কের ৫ হাজার কোটি টাকা বকেয়া। আবাসের ৭ হাজার কোটি টাকা আটকে রাখা হয়েছে। আটকে রাখা হয়েছে ১০০ দিনের কাজের সাড়ে ৭ হাজার কোটি টাকা।” কেন্দ্রের কাছে বাংলার মোট ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রয়েছে বলে এ দিন জানান অভিষেক। আগামী দিনে দিল্লিতে সেই নিয়ে অবস্থান বিক্ষোভ হবে বলে জানান তিনি।

(Feed Source: abplive.com)