আইপিএলে এবার মোহনবাগান! লাখ লাখ বাগান সমর্থকের মন ভাল করে দেওয়া খবর

আইপিএলে এবার মোহনবাগান! লাখ লাখ বাগান সমর্থকের মন ভাল করে দেওয়া খবর

কলকাতা: মোহনবাগানের আগে থেকে উঠে যাচ্ছে এটিকে। এই ঘোষণা আগেই করে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। পয়লা জুন থেকে এটিকে উঠে গিয়ে মোহনবাগানের পরে বসতে চলেছে সুপার জায়ান্টস। আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসের মতই মোহনবাগানের নাম হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। যা নিয়ে এমনিতেই খুশি ছিলেন সবুজ-মেরুণ সমর্থকরা। এবার বাগান সমর্থকদের আনন্দকে দ্বিগুন করলেন সঞ্জীব গোয়েঙ্কা। কারণ এবার আইপিএলে ‘সবুজ-মেরুণ’।

আগামি শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টসের। কলকাতায় পা রেখে শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আইপিএল দল। বাগান সমর্থকদের প্রাণের রং সবুজ-মেরুণ জার্সি পরে ইডেনে খেলতে নামবে ক্রণাল পাণ্ডিয়া, কাইল মেয়ার্স, কুইন্টন ডিককরা। অর্থাৎ এবার ইডেন গার্ডেন্সে ঝড় তুলতে চলেছে সবুজ-মেরুণ রং।

লখনউ সুপার জায়ান্টসের তরফ থেকে এই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে। সঞ্জীব গোয়েঙ্কার এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। সবুু-মেরুণ রঙের কেমন জার্সি পরে লখনউ দল খেলবে সেই ছবিও সামনে এসেছে। যা নেট দুনিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে। এহেন উদ্যোগে খুশি মোহন-বাগান ফ্যানেরাও। শনিবাসরীয় ইডেন সবুজ-মেরুণ পাতাকা, জার্সি, ফ্ল্যাদে ভরানোর প্রস্তুতিও শুরু করেছে বাাগান ফ্যানেরা।

(Feed Source: news18.com)