‘কালীঘাটের কাকু’র যোগসূত্র ধরে আরও ২ জনকে তলব ইডির

‘কালীঘাটের কাকু’র যোগসূত্র ধরে আরও ২ জনকে তলব ইডির

কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও ২ জনকে তলব ইডির। ‘কালীঘাটের কাকু’ সুজয় ভদ্রর বাড়িতে অভিযান চালিয়ে ৩ কোম্পানির হদিশ মেলে, ইডি সূত্রে খবর। তার মধ্যে একটি কোম্পানির ডিরেক্টর ও অ্যাকাউন্ট্যান্টকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে ইডি। সেই সূত্রে এবার আরও ২ জনকে তলব করেছে ইডি।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ি, ফ্ল্যাট-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। সূত্রের দাবি, নামে-বেনামে তাঁর ১২টি সম্পত্তির হদিশ মিলেছে। কিন্তু এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এল? খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের দাবি, সুজয় কৃষ্ণের বয়ানেও মিলেছে অসঙ্গতি! নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সাত সকালে অভিযানে বেরিয়ে পড়ে ইডির একাধিক টিম।  তার মধ্যে ইডি আধিকারিকদের তিনটি দল ঢুকে যায় বেহালার দিকে।  ১৭বি/১ ফকিরপাড়া লেন।

কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাধারাণী নামে সুজয়কৃষ্ণ ভদ্রের এই বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসেন তিনি।  এরপর তাঁকে নিয়ে বাড়ির ভিতরে চলে যান ইডির আধিকারিকরা। ফকিরপাড়া রোডে সুজয়কৃষ্ণ ভদ্র ঘনিষ্ঠ প্রণব দে-র দুটি ফ্ল্যাটেও এদিন অভিযান চালান ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটেও উঠে এসেছে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। রাত ১০টা নাগাদ, সুজয়কৃষ্ণের বাড়ি থেকে বের হন ED আধিকারিকরা। সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশির পর ইডি সূত্রে দাবি,  নামে-বেনামে সুজয়কৃষ্ণ ভদ্রের ১২টি সম্পত্তির হদিশ মিলেছে। তবে আয়ের সঙ্গে তাঁর ব্যয়ের সামঞ্জস্য মেলেনি। সূত্রের দাবি, এত সম্পত্তি কোথা থেকে এল, তা নিয়ে অসঙ্গতি ধরা পড়েছে সুজয় ভদ্রের গলায়।

এ মাসের শুরুতেই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই।  সেদিন তাঁর ২টো মোবাইল ফোন অ্যাডমিট কার্ড, একাধিক নথি এবং টাকা বাজেয়াপ্ত করা হয়।

(Feed Source: abplive.com)