কলকাতা : ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের। পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম হল মহম্মদ সাহিল আখতার।
দ্বিতীয় স্থানে রয়েছে সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু’জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র।
এবার ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল। ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১, ৯৭৪। ৩২, ৯৪৪ ছাত্রী পরীক্ষা দিয়েছিল। রূপান্তরকামী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ জন। পরীক্ষায় বসেছিল ৯৭, ৫২৪ জন। আজ, ২৬ তম দিনে তার ফলপ্রকাশ হল। সফল হয়েছে ৯৬,৯১৩ জন। সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ। ৬৯,৫৬০ জন আমাদের রাজ্যের পরীক্ষার্থী
-
- প্রথম হয়েছে মহম্মদ সাহিল আখতার। সে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্র। CBSE বোর্ড।
-
- দ্বিতীয় হয়েছে সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু’জনেই রুবি পার্ক দিল্লি পার্বলিক স্কুলের ছাত্র।
-
- তৃতীয় হয়েছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখোপাধ্য়ায়।
-
- চতুর্থ সৌহ্রার্দ্য দণ্ডপট মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র।
-
- পঞ্চম হয়েছে অয়ন গোস্বামী। সে দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র।
-
- ষষ্ঠ স্থানে রয়েছে অরিত্র অম্বুধ দত্ত। সোদপুরের নারায়ণা স্কুলের ছাত্র।
-
- সপ্তম হয়েছে কিন্তন সাহা। সে কোটার মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র।
-
- অষ্টম সাগ্নিক নন্দী বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র।
-
- নবম রক্তিম কুণ্ডু কোটার দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র।
-
- শ্রী রাজ চন্দ্র হয়েছে দশম। সে হোলি অ্যাঙ্গেলস স্কুলের ছাত্র।
সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Congratulations to the West Bengal Joint Entrance Examination 2023 toppers and successful candidates from West Bengal and all over the country.
I am extremely happy that 53% of total successful candidates are from West Bengal Council of Higher Secondary Education.
This year…— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2023
(Feed Source: abplive.com)