বিশ্বকাপে ইডেনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ নিশ্চিত! জেনে নিন কারা খেলবে কলকাতায়

বিশ্বকাপে ইডেনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ নিশ্চিত! জেনে নিন কারা খেলবে কলকাতায়

কলকাতা: বিশ্বকাপে কমপক্ষে তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচ পেতে চলেছে ইডেন গার্ডেন্স। এমনটাই আভাস পাওয়া গিয়েছে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। ফাইনাল এবং সেমিফাইনাল কলকাতায় হবে না। তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সম্ভবত পেতে চলেছে ইডেন। এছাড়াও বাংলাদেশের দুটো ম্যাচ এবং ইংল্যান্ড ও নিউজিল্যান্ড খেলতে পারে কলকাতায়। পাকিস্তান বরাবর ভারতের খেললে কলকাতায় খেলা পছন্দ করে।

কিন্তু তাদের এবার বিসিসিআই কলকাতায় খেলতে দেবে না এমন সম্ভাবনাই বেশি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ইডেনে। ১৯৮৭ বিশ্বকাপ একদিনের ক্রিকেটের ফাইনাল হয়েছিল কলকাতায় যাতে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এছাড়া বিশ্বকাপে ১৯৯৬ সালে ভারতকে হারিয়ে শ্রীলংকার জয়, সে বিখ্যাত ম্যাচ মনে রয়েছে সকলের।

শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন ইডেনে ভারত পাকিস্তান দেখা হয়েছিল, জিতেছিল ভারত। তবে এইসব ম্যাচ ইডেনে এবার হতে পারে সেটা ১০০ শতাংশ নিশ্চিত এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে সম্ভাবনা জোরদার। আশা করা হচ্ছে বাংলাদেশ কলকাতায় খেললে সমর্থন পাবে। সংস্কৃতি এবং ভাষাগত কারণে লিটন, শাকিব, তাসকিনদের সমর্থন করতে পারে কলকাতা।

(Feed Source: news18.com)