অবশেষে শুরু মাইকেল নগর মেট্রো স্টেশনের কাজ, জানুন কোন রুটের সঙ্গে জুড়বে

অবশেষে শুরু মাইকেল নগর মেট্রো স্টেশনের কাজ, জানুন কোন রুটের সঙ্গে জুড়বে

উঃ ২৪ পরগনা: নোয়াপাড়া-বিমানবন্দর-বারাসত মেট্রো রুটে মাইকেল নগর মেট্রো স্টেশনের কাজ অবশেষে শুরু হল। কয়েকদিন আগেই কলকাতা মেট্রোর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, চলতি মাসের ১৯ তারিখ ডায়াফ্রাম ওয়াল বসানো হয়েছে। তারপরেই এই মেট্রো রেলে স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, বিমানবন্দর রুটের মধ্যে মাইকেল নগর অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন।

আপাতত এই রুটে বারাসাত পর্যন্ত মেট্রো স্টেশন হওয়ার কথা রয়েছে। তবে বিমানবন্দরের পরে আপাতত মাইকেল নগর মেট্রো স্টেশনের কাজই শুরু হয়েছে। অতি দ্রুত বাকিগুলিও শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এই মেট্রো রুটে আরেক গুরুত্বপূর্ণ স্টেশন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেল স্টেশন। এই স্টেশনের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলা যায়।

এই মেট্রো স্টেশনের গা ঘেঁষেই রয়েছে দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন। ফলে প্রতিদিন হাসনাবাদ, বনগাঁ (মধ্যবর্তী হাবরা, টাকি এবং বারাসত হয়ে) প্রচুর লোকাল ট্রেন এই স্টেশনে আসে। এখন মেট্রো রেল ধরার জন্য বেশিরভাগ যাত্রীকেই দমদম জং স্টেশনে নামতে হয়। কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে মেট্রো রেল পরিষেবা শুরু হলে, তখন যাত্রীদের বিরাট সুবিধা হবে। নতুন করে আর দমদম জং স্টেশনে যেতে হবে না। চাপ কমবে দমদম জং স্টেশনেরও।

দমদম ক্যান্টনমেন্ট থেকে মেট্রো নোয়াপাড়া যাবে। সেখানে থেকে দক্ষিণেশ্বর এবং দমদম লাইন দুই দিকেই মেট্রোতে যাওয়া যাবে। দমদম ক্যান্টনমেন্ট থেকে অপরদিকে মেট্রো যাবে বিমানবন্দর মেট্রো স্টেশনে। বিমানবন্দর থেকে মেট্রো সরাসরি মিলিত হবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। ফলে বিমানবন্দর থেকে আসা যাত্রীদের এক্ষেত্রে বিপুল লাভ হবে।

কোনও যাত্রী যদি বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতা যেতে চান, তাহলে তিনি মেট্রো ধরে সরাসরি দমদম ক্যান্টেনমেন্ট হয়ে নোয়াপাড়া, দমদম লাইনে মেট্রোতে দক্ষিণ কলকাতার গন্তব্য স্টেশনে পৌঁছে যেতে পারবেন। আবার কেউ যদি নিউটাউন কিংবা বারাসতের দিকে যেতে চান, সেই রুটগুলির লাইনের কাজও জোরগতিতে চলছে।

(Feed Source: news18.com)