ভারত vs পাকিস্তান না হলেও ইডেনে হয়তো বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত, পাকিস্তান দুই দলই

ভারত vs পাকিস্তান না হলেও ইডেনে হয়তো বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত, পাকিস্তান দুই দলই

সন্দীপ সরকার, কলকাতা: সকলে হা পিত্যেশ করে বসেছিলেন ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) ইডেনে (Eden Gardens) ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ আসে কি না দেখার জন্য। ক্রিকেটের নন্দনকাননে হয়তো রোহিত শর্মা বনাম বাবর আজম ধুন্ধুমার হচ্ছে না। তবে বাংলার ক্রিকেটপ্রেমীরা দুই দেশেরই ম্যাচ দেখতে পারেন ইডেনে।

কীভাবে?

সব কিছু ঠিকঠাক চললে ইডেনে ভারত ও পাকিস্তান, দুই দেশেরই অন্তত একটি করে ম্যাচ আসতে চলেছে। বোর্ড সূত্রে যা ইঙ্গিত, তাতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ আসতে পারে ইডেনে। পাকিস্তানের ম্যাচ পড়তে পারে বাংলাদেশের বিরুদ্ধে। এছাড়াও বাংলাদেশের আরও একটি ম্যাচও পেতে পারে ইডেন। পাশাপাশি অন্য আর একটি ম্যাচ আয়োজনের দায়িত্বও পেতে পারে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি।

রবিবার, ২৮ মে আইপিএলের (IPL 2023) ফাইনাল। তার আগের দিন, ২৭ মে বোর্ডের বিশেষ সাধারণ সভা ছিল। সেই বৈঠকে যোগ দিতে এবং আইপিএল ফাইনাল দেখতে আমদাবাদে গিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী ও সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস। আমদাবাদে রয়েছেন সিএবি-র প্রাক্তন সভাপতি তথা আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া। আমদাবাদে ম্যাচ দেখতে গিয়েছেন প্রাক্তন বোর্ড ও সিএবি কর্তা গৌতম দাশগুপ্তও। বোর্ডের বিভিন্ন কর্তার সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা হয়েছে অনেকেরই।

আমদাবাদে খোঁজ নিয়ে জানা গেল, এখনই বিশ্বকাপের ম্যাচ পাওয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি বা সচিব জয় শাহর সঙ্গে আলোচনা হয়নি। তবে ব্যক্তিগত স্তরে কথা হয়েছে। জানা গেল, মোট চারটি ম্যাচ পেতে পারে ইডেন। যার মধ্যে অন্যতম, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। পাশাপাশি পাকিস্তান বনাম বাংলাদেশ হাই প্রোফাইল ম্যাচও পেতে পারে ইডেন। সব কিছু ঠিকঠাক চললে আরও একটি ম্যাচ পেতে পারে ইডেন। তবে সেটা হয়তো তুলনামূলকভাবে ক্রিকেটীয় পেশীশক্তির বিচারে দুর্বল কোনও দলের ম্যাচ।

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে আয়োজিত হবে ওয়ান ডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের একটি কোয়ার্টার ফাইনাল আয়োজনের দায়িত্ব পেতেও মুখিয়ে সিএবি। শোনা গেল, ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই বিশ্বকাপের সূচি বা ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বোর্ড থেকে কি প্রাথমিকভাবে কোন ম্যাচ আয়োজনের দায়িত্ব পাবে ইডেন, তা নিয়ে কিছু জানানো হয়েছে? স্নেহাশিস আমদাবাদ থেকে ফোনে বলছিলেন, ‘না। এ নিয়ে কথা হয়নি কারও সঙ্গে। তবে ইডেন নিজগুণেই ভাল ম্যাচ পাবে বলে আমরা আশাবাদী।’

(Feed Source: abplive.com)