চিরতরে বন্ধ হল হিন্দমোটর হাইস্কুল! HS-এ ষষ্ঠ স্থান অধিকার করেও হল না শেষরক্ষা

চিরতরে বন্ধ হল হিন্দমোটর হাইস্কুল! HS-এ ষষ্ঠ স্থান অধিকার করেও হল না শেষরক্ষা

হুগলি: বন্ধ হয়ে গেল উচ্চমাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করা রূপসা উপাধ্যায়ের হিন্দমোটর হাই স্কুল। হুগলির হিন্দমোটর ফ্যাক্টরির মধ্যে অবস্থিত এই স্কুল ছিল জেলার মধ্যে প্রথম ইংরেজি মাধ্যমের ওয়েস্টবেঙ্গল বোর্ডের স্কুল। স্কুলের ম্যানেজমেন্ট কমিটি নোটিস জারি করে স্কুল বন্ধের কথা ঘোষণা করে। বন্ধ হয়ে যাওয়ার আগেও কৃতী ছাত্র-ছাত্রীদের সফল করে দিয়ে গেল সেই স্কুল।

হিন্দমোটর কারখানা তৈরি হওয়ার কিছু বছর পরে ফ্যাক্টরি ট্রাস্ট থেকেই তৈরি করা হয় এই স্কুল। শুধুমাত্র হিন্দমোটরের অভ্যন্তরীণ বাসিন্দাদের জন্য নয়, তৎসংলগ্ন হিন্দমোটর, উত্তরপাড়া ও কোন্নগর এলাকার বহু ছাত্রছাত্রী এই স্কুল থেকেই নিজেদের স্কুল জীবনের পড়াশোনা শেষ করেছেন। কিন্তু ফ্যাক্টরি বন্ধ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল স্কুলও বন্ধ হয়ে যাবে। অবশেষে ২০২৩-এ শেষ উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক ব্যাচ শেষ করে স্কুল কর্তৃপক্ষ স্কুলকে বন্ধ করে দেওয়ার নোটিস জারি করে। আর্থিক সমস্যার কারণে স্কুলটিকে বন্ধ করে দেওয়ার হলফনামা জারি করে স্কুল কর্তৃপক্ষ।

এই বিষয়ে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জনকারী রূপসা উপাধ্যায় জানায়, ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সেই স্কুলে পড়েছে। তার বড় হওয়া, বেড়ে ওঠা, শিক্ষা লাভ, সব কিছুর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে এই স্কুল। স্কুলের স্যার ম্যাডামদের স্নেহ, বকাঝকা, বন্ধুদের কোলাহল আর কখনওই শুনতে পাওয়া যাবে না স্কুল থেকে। রূপসার আক্ষেপ, সে আর কখনও বলতেই পারবে না, কোন স্কুল থেকে পড়াশোনা করেছে। কারণ সেই স্কুল বন্ধ হয়ে গিয়েছে। রুপসার অনুরোধ, যাতে এই স্কুলকে চালু রাখার বিষয়ে যদি স্কুল কর্তৃপক্ষ আরও একবার বিবেচনা করেন।

এ বিষয়ে ওই স্কুলের প্রাক্তন ছাত্র পঙ্কজ রায় বলেন, ‘‘এই স্কুল থেকে কত ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল তৈরি হয়েছে। এমনকি এলাকার জনৈক্য জনপ্রতিনিধিরা ওই স্কুলের পড়ুয়া ছিলেন এক সময়ে।’’ তাঁর অনুরোধ যাতে কোনও রকম ভাবে স্কুলটিকে চালু রাখা যায়। না হলে হিন্দমোটর ফ্যাক্টরির মতো এই স্কুলও শুধুই অতীত হয়ে থেকে যাবে।

(Feed Source: news18.com)