ভুল সিদ্ধান্তের শিকার ভারতীয় ওপেনার? গিলের আউট বিতর্কে প্রশ্ন তুললেন গাওস্কর, শাস্ত্রীও

ভুল সিদ্ধান্তের শিকার ভারতীয় ওপেনার? গিলের আউট বিতর্কে প্রশ্ন তুললেন গাওস্কর, শাস্ত্রীও

লন্ডন: ভাল খেলছিলেন। কিন্তু একটা বিতর্কিত আউট হয়ে ফিরতে হল শুভমন গিল (Subhman Gill)। ১৮ রান করে বোল্যান্ডের বলে ক্যামেরন গ্রিনের (Cammeron Green) হাতে ক্যাচ আউট হয়ে দ্বিতীয় ইনিংসে প্য়াভিলিয়নে ফেরেন তরুণ ভারতীয় ওপেনার। কিন্তু আদৌ কি তিনি আউট ছিলেন? সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক দানা বেঁধেছে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar) ও রবি শাস্ত্রীও (Ravi Shastri)। সোশ্য়াল মিডিয়ায় অনেকেই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন জঘন্য আম্পায়ারিং ও সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন। কিন্তু ঠিক কী হয়েছিল?

৪৪৪ রান তাড়া করতে নেমে স্কট বোল্যান্ডের বলে গালিতে শুভমন গিলের ক্যাচ নেন ক্যামেরন গ্রিন। এখন সফ্ট সিগন্যালের নিয়ম না থাকায় ওভালে চূডা়ন্ত সিদ্ধান্ত ছিল তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর ওপর। কিন্তু সমস্যাটা হচ্ছে সফ্ট সিগন্যাল গত মে মাস থেকে উঠে গিয়েছে। ফলে অনফিল্ড আম্পায়ার কোনও সিদ্ধান্ত না নিয়ে থার্ড আম্পায়ারের ওপর ছেড়ে দিয়েছিলেন। ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারেই ওপেনিং জুটি ভাঙে। ১৮ রান করে বোল্যান্ডের বলে চালিয়ে খেলতে যান গিল। সেই সময় গালিতে গ্রিন বল ধরার আগেই স্লো মোশনে ধরা পড়েছে বল ঘাস ছুঁয়েছিল। এই আউট নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক।

সুনীল গাওস্কর বলেন, ”প্রথম আম্পায়ার যখন আপনাকে আউট দেন, তৃতীয় আম্পায়ারকে সেটিকে উল্টে দেওয়ার জন্য চূড়ান্ত প্রমাণ খুঁজে বের করতে হবে।” শাস্ত্রী বলেন, ”থার্ড আম্পায়ার ভেবেছিলেন আঙ্গুলের নিচে ছিল বল। কিন্তু প্রশ্ন হল ক্যাচটা শেষ করার পর বল গড়িয়ে গেল কিনা।”

এই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন কুমার সাঙ্গাকারাও। তিনি বলেছেন, ”কীভাবে দেখা যাচ্ছে তার ওপর নির্ভর করে। বলের নিচে আঙুল নিয়ে বলটি ধরে থাকেন প্লেয়ার। কিন্তু সেক্ষেত্রে যদি বলের কোনও অংশ মাটিতে স্পর্শ করে, তবে সেক্ষেত্রে আম্পায়ার এটিকে সাধারণত নট আউটই দেন।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) একবারে শেষের দিকে চলে এসেছে। তিনটি ইনিংস শেষে চতুর্থ ইনিংস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখনও অবধি তিনটি ফলাফলই সম্ভব। এখনও একদিনেরও বেশি খেলা বাকি রয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচে আপাতত বেশ খানিকটা এগিয়ে থাকলেও, ভারতের ম্যাচ জেতাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। টিম ইন্ডিয়াকে এক দশকের খরা কাটিয়ে খেতাব জিততে করতে হবে বিশ্বরেকর্ড ৪৪৪ রান। তবে যদি ম্যাচ ড্র হয়, তাহলে সেক্ষেত্রে ভারত না অস্ট্রেলিয়া? খেতাব জিতবে কোন দল?

১৬.৩.৩ নিয়ম অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্রয়ে শেষ হয়, তাহলে দুই দলের মধ্যেই খেতাব ভাগাভাগি হবে এবং পুরস্কারমূল্যও দুই দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে। আইসিসির এই নিয়ম অনুযায়ী, ‘ম্যাচ যদি ড্র, টাই বা পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে দুই দলকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে।’

(Feed Source: abplive.com)