‘একটা অ্যাডভান্টেজ আছে,’ নয়া শিক্ষানীতি নিয়ে মুখ খুললেন মমতা

‘একটা অ্যাডভান্টেজ আছে,’ নয়া শিক্ষানীতি নিয়ে মুখ খুললেন মমতা

কলকাতা: জাতীয় শিক্ষানীতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩’র কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পাস কোর্সে গ্র্যাজুয়েশন করবে, তাদের তিন বছর লাগবে। কিন্তু অনার্স যাঁরা করবেন, তাঁদের চার বছর লাগবে। ইউজিসি থেকে একটা নিয়ম করেছে। এর একটা সুবিধা আছে মাস্টার্সে একবছর লাগবে। এটা একটা অ্যাডভান্টেজও আছে। অন্যান্য রাজ্যগুলি যদি করে, আর আমরা যদি না করি তাহলে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে।”

তিনি আরও বলেন, “ব্রাত্যকে বলব শিক্ষা দফতরে একটা লেটার বক্স কর, যাঁরা টাকার অভাবে পড়াশোনা করতে পারছেন না, ওই বক্সটায় গিয়ে আবেদন পত্র জমা দিয়ে দেবেন। তোমরা দেখে ব্যবস্থা নেবে। গরমের যে তাপ, সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৫ তারিখে আবার স্কুল খুলবে।

প্রসঙ্গত, কলেজে জাতীয় শিক্ষানীতিতে শিলমোহর দিয়েছে রাজ্য। চলতি শিক্ষা বর্ষ থেকেই চার বছরের স্নাতক প্রক্রিয়া শুরু হবে। সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে এই নীতি কার্যকর হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম।

শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব পড়ুয়া এ বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তাঁরা এই নয়া নীতির আওতায় পড়বেন। সেই মতোই হবে ভর্তি প্রক্রিয়া।

(Feed Source: news18.com)