গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প, পরে আদালত থেকে মুক্তি! আমেরিকার ইতিহাসে বেনজির কাণ্ড

গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প, পরে আদালত থেকে মুক্তি! আমেরিকার ইতিহাসে বেনজির কাণ্ড

মায়ামি: গোপন সরকারি নথি বেআইনি ভাবে নিজের কাছে রাখার অপরাধে গ্রেফতার করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে৷ যদিও গ্রেফতারির পরেই প্রায় পয়তাল্লিশ মিনিটের শুনানির পর মায়ামির একটি আদালত থেকে মুক্তি পান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷ তবে মুক্তির জন্য ট্রাম্পকে বেশ কিছু শর্ত দিয়েছে আদালত৷

ট্রাম্প ছাড়াও এই মামলায় অভিযুক্ত তাঁর অন্যতম সহযোগী এবং আস্থাভাজন ওয়াল্ট নওটা৷ আদালত এ দিন শর্ত দিয়েছে, এই মামলা সংক্রান্ত কোনও আলোচনা নওটার সঙ্গে করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প৷

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিজের রিসর্টে তাড়া তাড়া গোপন সরকারি নথি রাখা ছাড়াও একাধিক ফৌজদারী অভিযোগ এনেছে বর্তমান মার্কিন প্রশাসন৷ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও রয়েছে৷ ডোনাল্ড ট্রাম্পই  প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে প্রথম, যাঁর বিরুদ্ধে ফৌজদারী অপরাধের অভিযোগ উঠেছে৷

(Feed Source: news18.com)