বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাদ পড়ার পর প্রথম মুখ খুললেন অশ্বিন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাদ পড়ার পর প্রথম মুখ খুললেন অশ্বিন

চেন্নাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) তাঁকে ভারতীয় দলে না দেখে হতবাক হয়ে গিয়েছিলেন সুনীল গাওস্কর থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিরা। ভারতীয় দলের দল নির্বাচন নিয়ে জোরাল প্রশ্ন উঠে গিয়েছিল। অনেকেই মনে করেন, তিনি থাকলে ওভালে অস্ট্রেলিয়ার পরীক্ষাটা এত সহজ হতো না।

তিনি, আর অশ্বিন (R Ashwin) নিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ না পেয়ে কী বলছেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, ‘আমার কাছে এটা কোনও ধাক্কা নয়। এটা একটা হোঁচট খাওয়া বড় জোর। আমি এগিয়ে যাব সব ভুলে। কারণ অতীতেও এটা হয়েছে। প্রথমবার কেউ কুপোকাত করে দিলে পা কেঁপে যায়। আমি মনে করি জীবনে একবার কুপোকাত হওয়াটা জরুরি। তাতে এটার সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব। এখান থেকে ফিরে আসার পদ্ধতিও জানা হয়ে যায়। এটাই জীবন। সেরা ছন্দে থাকো বা না থাকো, এটা হতাশাজনক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে এই পরিস্থিতি সামলাবে, সেটা শেখা।’

ওভালে ফাইনাল নিয়ে অশ্বিন বলেছেন, ‘আমি খেলতে চেয়েছিলাম কারণ দলকে ফাইনালে তোলার পেছনে আমারও ভূমিকা ছিল। এমনকী আগের ফাইনালেও আমি চার উইকেট পেয়েছিলাম আর খুব ভাল বল করেছিলাম। ২০১৮-১৯ সাল থেকে বিদেশের মাটিতে আমার পারফরম্যান্স দারুণ। দলকে ম্যাচ জিতিয়েছি। তবে আমি অধিনায়ক ও কোচের জায়গায় নিজেকে রেখে ভেবে দেখেছি আর ওদের সমর্থনেই কথা বলব।’

অশ্বিন আরও বলেছেন, ‘আমরা আগের বার যখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলেছি, সেটা ২-২ হয়েছিল। হয়তো ওরা মনে করেছিল চার পেসার আর এক স্পিনারই ওখানে সেরা কম্বিনেশন। সেভাবেই ফাইনালে দল সাজিয়েছিল। ঘটনা হচ্ছে স্পিনাররা কার্যকরী হলে সেটা চতুর্থ ইনিংসে। আর সেটা করতে হলে বোর্ডে যথেষ্ট রান রাখতে হয়। পুরোটাই মানসিক ব্যাপার।’

অশ্বিন পরিণত মস্তিষ্কে পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন। বলছেন, ‘মনে মনে এটা ভাবা যে কেউ আমার মূল্যায়ন করছে, এটা পুরো বোকামি। আমার মনে হয় কেরিয়ারের সেই জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে অন্যরা আমাকে নিয়ে কী ভাবছে সেটা ভাবার সময় নেই। আমি কিছু ভাল না পারলে নিজেই আত্মসমালোচনায় বসব। সেটা নিয়ে পরিশ্রম করব। নিজের সাফল্য নিয়ে বসে থাকব, আমি সেই লোক নই। কোনওদিন সেভাবে ভাবিনি। তাই আমাকে নিয়ে কে কী ভাবল ভাবাটা অপার্থিব।’

(Feed Source: abplive.com)