বেলদার খুদের কামাল, নেপালে গিয়ে জিতে নিয়ে এল সোনার পদক

বেলদার খুদের কামাল, নেপালে গিয়ে জিতে নিয়ে এল সোনার পদক

বেলদা: বিদেশের মাটিতে দাঁড়িয়ে একাধিক দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগা চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতীয় এক খুদের। ছোট্ট এই ছেলের সাফল্যে খুশি বাড়ির লোকজন থেকে আত্মীয় স্বজন প্রতিবেশীরা।

নেপালের কাঠমান্ডুতে  আয়োজিত  তৃতীয় সাউথ এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপে ৮ থেকে ১১ বছর বয়সী বালক বিভাগে ১৫ জন বিভিন্ন দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সোনা জয় করে পশ্চিম মেদিনীপুরে বেলদার আয়ুষ দাস। আয়ুষ বেলদার একটি বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি মাত্র বছর দেড়েকের চেষ্টায় আন্তর্জাতিক ক্ষেত্রে সোনা জয় করেছে। প্রায় প্রতিদিনই যোগা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণের পাশাপাশি বাড়িতে কয়েক ঘণ্টা প্র্যাকটিস করে সে।

জানা গিয়েছে নেপালের কাঠমান্ডুতে ৮ থেকে ১০ জুন যোগা চ্যাম্পিয়নশিপের আয়োজন হয়েছিল। আর এই চ্যাম্পিয়নশিপ এর অংশ নেয় ছোট্ট আয়ুশ। তাতেই এই সাফল্য মেলে।

জানা গিয়েছে আয়ুশ মাত্র বছর দেড়েক বছর ধরে বেলদা অ্যাথলেটিক ক্লাবে যোগায় প্রশিক্ষণ নেয়। এর আগে জেলা এবং রাজ্য স্তরে যোগ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সেখানেও পদক জয় করেছিল ছোট্ট আয়ুশ। তবে এবার আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করে নিজের দেশের নাম উজ্জ্বল করেছে। আয়ুশের বাবা অমিত দাস ব্যবসায়ী, মা মহুয়া সাধারণ গৃহবধূ। বাবা-মায়ের পাশাপাশি বাড়ির অন্যান্য সকলেই আয়ুশকে তার যোগাভ্যাসে সাহায্য করে।

একজন ক্ষুদে প্রতিযোগী হিসেবে নয় ভারতের বাইরে গিয়ে ভারতের নাম উজ্জ্বল করেছে তার ছেলে। এমনই মন্তব্য আয়ুশের মায়ের। আয়ুশের এই সাফল্যে খুশি বাড়ির অন্যরাও।

(Feed Source: news18.com)