‘আপনাকেও আটকেছিল কংগ্রেস, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে’, মোদিকে অতীত মনে করালেন অভিষেক

‘আপনাকেও আটকেছিল কংগ্রেস, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে’, মোদিকে অতীত মনে করালেন অভিষেক

ফলতা: কয়লাকাণ্ডে একাধিক বার হাজিরা দিতে হয়েছে তাঁকে। তদন্তকারীদের সামনে হাজির হতে হয়েছে স্ত্রীকেও। সম্প্রতি বিদেশযাত্রার সময় বিমানবন্দরেই আটকানো হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। সেই নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কংগ্রেস জমানার কথা মনে করিয়ে অভিষেকের দাবি, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।

রবিবার ফলতায় নির্বাচনী প্রচারে যান অভিষেক

পঞ্চয়েত নির্বাচনের প্রচারে রবিবার ফলতায় বক্তৃতা করেন অভিষেক (Panchayat Elections 2023)। সেখান থেকেই মোদিকে নিশানা করেন তিনি। বলেন, “এত চেষ্টা করছে, শেষে যে নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির ছাতি, আমার তিন বছরের বাচ্চাকেও ছাড়েননি। আমার ন’বছরের মেয়েকে আটকাচ্ছে  এয়ারপোর্টে। বাইরে যেতে দেবে না। কেন না তাদের বাবার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

এর পরই কংগ্রেস জমানার কথা টেনে আনেন অভিষেক। বলেন, “ইতিহাসের পুনরাবৃত্তি হবে মনে রাখবেন। আপনাকেও কংগ্রেস আটকেছিল। আমেরিকা যেতে চেয়েছিলেন। কংগ্রেস আমলে বিদেশমন্ত্রক ছাড়পত্র দেয়নি। রাজনীতির ময়দানে আপনি লড়ুন আমার সঙ্গে। ব্যক্তিগত ভাবে যে ভাবে আমার স্ত্রী, শিশুসন্তানকে আক্রমণ করতে ছাড়েননি। মানুষ এর জবাব দেবেন।”

রাজনীতির ময়দানে পেরে না উঠেই, ইডি-সিবিআই দিয়ে স্ত্রী-সন্তানদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন অভিষেক। তাঁর কথায়, “বিজেপি সিবিআই, ইডি-কে ব্যবহার করে কেন? নিজেদের দলে শ্রীবৃদ্ধির জন্য। যেমন ভাবে মুকুল রায়, হিমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে এবং শুভেন্দু অধিকারীদের ভাঙিয়ে নিয়ে গিয়েছে, তেমন ভাবে চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ভাঙাও নাহলে বসিয়ে দাও, নতুবা জেলে ঢোকাও।”

গলা কেটে ফেললেও বেরোবে জয়বাংলা, জানালেন অভিষেক

অভিষেক জানিয়েছেন, তিনি অন্য ধাতুতে তৈরি। রাজনীতি যতদিন করবেন, তৃণমূলে থেকেই করবেন। তাঁর বক্তব্য, “যতদিন রাজনীতি করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই করব। আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। আমরা অন্য ধাতুতে তৈরি। আমরা বেইমান নই। যেদিন রাজনীতি করব না, নিষ্ক্রিয় হয়ে যাব, ভারত সেবা সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন রয়েছে। তার মাধ্যমেও সমাজের কাজ করা যায়। কিন্তু যতদিন রাজনীতি করব, জয় বাংলা বলব, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলব, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলব। মানুষের হয়ে কাজ করব। মাথানত করব না।”

(Feed Source: abplive.com)