উহানের ল্যাব থেকেই কি উৎপত্তি কোভিডের? প্রকাশ্যে এল মার্কিন গোয়েন্দা রিপোর্ট

উহানের ল্যাব থেকেই কি উৎপত্তি কোভিডের? প্রকাশ্যে এল মার্কিন গোয়েন্দা রিপোর্ট

কোভিডের উৎস নিয়ে ২০১৯ সাল থেকেই উত্তাল সারা বিশ্ব। একটি ভাইরাসের সংক্রমণ কেড়ে নিয়েছে কোটি কোটি প্রাণ। সেই ভাইরাস কোথা থেকে ছড়িয়েছে তা নিয়েও চলেছে দীর্ঘ জল্পনা। চিনে প্রথম রোগটি ব্যাপক আকার নেওয়ায় অভিযোগের আঙুল উঠেছিল সেদিকেই। দায়ী করা হয়েছিল উহান নামের একটি গবেষণাগারকে। যেখানে আদতে বিভিন্ন ভাইরাস নিয়ে গবেষণা চলে। বিশ্বের তাবড় তাবড় বিশেষজ্ঞরাও সেই সময় উহানকে করোনা ভাইরাসের জন্মস্থল হিসেবে দাবি করে। দীর্ঘ দুই বছর ত্রাস ছড়ানোর পর অনেকটাই কমে গিয়েছে করোনার প্রকোপ। প্রিয় মানুষদের কেড়ে শান্ত হয়েছে কোভিডের দুর্যোগ। তবে ভাইরাসটি ছড়ানোর পিছনে আদতে কে দায়ী, তা নিয়ে আজও তদন্ত জারি রয়েছে।

সম্প্রতি এই আবহেই মার্কিন গোয়েন্দাদের একটি রিপোর্ট প্রকাশ্যে আনা হল। তাতেই বলা হয়েছে উহানের কথা। উহানের গবেষণাগার থেকেই করোনা ছড়িয়েছে এমনটা দাবি করা হলেও এখনও নির্দিষ্ট প্রমাণ পাননি গোয়েন্দারা। বরং, বিভিন্ন সূত্র থেকে যা তথ্য পাওয়া গিয়েছে, তা পরস্পর বিরোধী। এর ফলে উহান আদৌ দায়ী কি দায়ী নয়, তা নিয়ে ধন্দে রয়েছে আমেরিকার গোয়েন্দা বিভাগ। তাছাড়া তদন্তের কাজে অনেকটাই ঢুকে যাচ্ছে অনুমাননির্ভর তথ্য। যা আরও বিভ্রান্ত করছে গোয়েন্দাদের।

তাঁদের তরফে এই দিন বলা হয়, উহানে করোনা ভাইরাস নিয়ে বিস্তৃত গবেষণা চালানো হয়েছিল। সেই তথ্য পাওয়া গিয়েছে। কিন্তু আদৌ কীভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ল ল্যাবের বাইরে, তার খোঁজ এখনও অমিল। গোয়েন্দা রিপোর্টের দাবি, করোনা ছড়ানোর আগে সার্স কোভ ২ বা এই জাতীয় কোনও ভাইরাস নিয়ে গবেষণা চলছিল বলে কোনও প্রমাণ পাওয়া যায়নি। গোয়েন্দা দফতরের কাছে এখনও তেমন কোনও তথ্য প্রমাণ এসে পৌঁছায়নি। এমনকী আরেকটি দিক থেকেও ধন্দে রয়েছেন তাঁরা। রিপোর্টের বিবৃতি অনুযায়ী, উহান ল্যাবের কোনও কর্মীর মাধ্যমে ভাইরাস বাইরে ছড়িয়েছে কিনা তাও জানার চেষ্টা চালিয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ। সেদিক থেকেও কোনও মজবুত প্রমাণ মেলেনি। সব মিলিয়ে উহানকে এখনই কোনওভাবে দায়ী করা যাচ্ছে না কোভিড ভাইরাস ছড়ানোর জন্য। বরং সময় যত যাচ্ছে, ততই জটিল হয়ে যাচ্ছে তথ্য প্রমাণ জোগাড়ের কাজ। আপাতত প্রমাণ জোগাড়ের দিকেই বেশি জোর দিচ্ছেন মার্কিন গোয়েন্দারা।

(Feed Source: hindustantimes.com)