উহানের ল্যাব থেকেই কি উৎপত্তি কোভিডের? প্রকাশ্যে এল মার্কিন গোয়েন্দা রিপোর্ট
কোভিডের উৎস নিয়ে ২০১৯ সাল থেকেই উত্তাল সারা বিশ্ব। একটি ভাইরাসের সংক্রমণ কেড়ে নিয়েছে কোটি কোটি প্রাণ। সেই ভাইরাস কোথা থেকে ছড়িয়েছে তা নিয়েও চলেছে দীর্ঘ জল্পনা। চিনে প্রথম রোগটি ব্যাপক আকার নেওয়ায় অভিযোগের আঙুল উঠেছিল সেদিকেই। দায়ী করা হয়েছিল উহান নামের একটি গবেষণাগারকে। যেখানে আদতে বিভিন্ন ভাইরাস নিয়ে গবেষণা চলে। বিশ্বের তাবড় তাবড় বিশেষজ্ঞরাও সেই সময় উহানকে করোনা ভাইরাসের জন্মস্থল হিসেবে দাবি করে। দীর্ঘ দুই বছর ত্রাস ছড়ানোর পর অনেকটাই কমে গিয়েছে করোনার প্রকোপ। প্রিয় মানুষদের কেড়ে শান্ত…