কর্মী-সমর্থকদের নিয়ে, তৃণমূল ছাড়লেন বিধায়কের ভাই

কর্মী-সমর্থকদের নিয়ে, তৃণমূল ছাড়লেন বিধায়কের ভাই

সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও পূর্ণেন্দু সিংহ, উত্তর ২৪ পরগনা: কর্মী-সমর্থকদের নিয়ে, তৃণমূল (TMC) ছাড়লেন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিমের নিজের ভাই। হাত মেলালেন সিপিএম-কংগ্রেস এবং ISF-এর সঙ্গে। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে, ফোন ধরেননি বাদুড়িয়ার তৃণমূল ।

প্রকাশ্য়েই ক্ষোভ: নব জোয়ারের মাধ্যমে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। কিন্তু, তারপরও নিজেদের অনুগামীরা টিকিট না পাওয়ায় একের পর এক তৃণমূল বিধায়ক প্রকাশ্য়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন।

তার মধ্য়ে অন্য়েতম বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম ওরফে দিলু। আর, এবার টিকিট-বিক্ষোভে ভাঙন ধরল তাঁরই ঘরে। হাজার খানের কর্মী-সমর্থক নিয়ে, তৃণমূল ছাড়লেন বিধায়ক কাজি আবদুর রহিমের নিজের ভাই। সম্প্রতি টিকিটি বণ্টন নিয়ে প্রকাশ্য়েই অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল বিধায়ক।

দল টিকিট না দেওয়ায়, বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিধায়কের নিজের ভাই কাজি আব্দুর রশিদ। আর এবার প্রকাশ্য সভা থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করে, বাম-কংগ্রেস এবং ISF-কে সমর্থনের কথা জানালেন তিনি।

পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূলে ভাঙন। তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়কের ভাই! এ বিষয়ে, প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে, ফোন ধরেননি বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম। ঘনিষ্ঠ এবং অনুগামীরা টিকিট পাননি এই অভিযোগে সম্প্রতি একের পর এক তৃণমূল বিধায়ক মুখ খুলেছেন!

ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী থেকে শুরু, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী থেকে নওদার তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খান জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক , তারপর হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুর রহিম ।  থেকে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা। এই প্রেক্ষাপটে দল ছাড়লেন খোদ বাদুড়িয়ার তৃণমূলের বিধায়কের নিজের ভাই-ই!

(Feed Source: abplive.com)