শুরুটা হোক দারুণ হাসিমুখে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

শুরুটা হোক দারুণ হাসিমুখে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

১।

১ম টিকটিকি: ধুর, আজকে হঠাৎ বাবা-মার উপর চরম রাগ হচ্ছে।

২য় টিকটিকি: কেন বন্ধু? হঠাৎ বাবা-মার উপর রাগ কেন?

১ম টিকটিকি: আরে আজকে টিভিতে শিশুদের বেড়ে ওঠার হেলথ ড্রিংকের অ্যাড দেখলাম।

২য় টিকটিকি: তো?

১ম টিকটিকি: ছোটবেলায় বাবা-মা যদি নিয়ম করে বেড়ে ওঠার জন্য ওই সব খাওয়াত, তাইলে কি হত বুঝিস না?

২য় টিকটিকি: না তো। কী হত?

১ম টিকটিকি: আরে ব্যাটা, আমরা তাহলে টিকটিকি না হয়ে কুমির হতাম!

২।

বান্ধবীর স্বামীর উচ্চতা মাত্র ৪ ফুট দেখে বিস্মিত রত্না।

রত্না: কী রে! এত দেখে শুনে শেষমেশ এই লোককে বিয়ে করলি?

বান্ধবী: আরে! বিপদ যত ছোট হবে, ততই তো ভালো।

৩।

এক মূর্খ একজন গুণী লোকের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন।

মূর্খ: পণাম স্যর পণাম!

গুণী: পণাম নয় প্রণাম, এটাতে একটা ‘র-ফলা’ দিও।

মূর্খ: ভম হয়েছে স্যর।

গুণী: ভম নয় ভ্রম, এটাতেও একটা ‘র-ফলা’ দিও।

মূর্খ: পত্যেক কথাতেই ‘র-ফলা’ লাগবে?

গুণী: পত্যেক নয় প্রত্যেক, এখানেও একটা ‘র-ফলা’ লাগবে।

মূর্খ: ব্রেশ! ব্রেশ!

গুণী: এটাতে ‘র-ফলা’ দিও না।

মূর্খ: না, দ্রিমু যখন সবট্রাতেই দ্রিমু।

৪।

রতন: আজ আমার জন্মদিন। তাই ঠিক করেছি, আজ সারা দিন ভালো হয়ে চলব। কারও সঙ্গে খারাপ ব্যবহার করব না। সবার কথা শুনব। কাউকে না বলব না।

শ্যামল: তাহলে ৫০০ টাকা দে তো বন্ধু!

৫।

ভিক্ষুক: মা, কিছু চাল দেবেন?

কৃপণ: না না, বাড়িতে চাল নেই।

ভিক্ষুক: তাহলে দুুটো টাকা দেন মা।

কৃপণ: একটা টাকাও নেই।

ভিক্ষুক: তাহলে পুরনো কোনও জিনিস, ছেঁড়া-ফাটা জামা-জুতো?

কৃপণ: বললাম তো, বাড়িতে কিছুই নেই।

ভিক্ষুক: তাহলে আপনি বাড়িতে বসে আছেন কী করতে? আমার মতো একটা থালা নিয়ে রাস্তায় নেমে পড়ুন।

(Feed Source: hindustantimes.com)