কলকাতা: আইপিএল ২০২৩-এ স্বপ্নের ফর্মে ছিলেন ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৬২৫ রান করেন। রয়েছে একটি অনবদ্য শতরানও। সেই সুবাদে সুযোগ পেয়েছেন ভারতীয় দলেও। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিয়েছেন যশস্বী। ব্যাট হাতে আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করেন এই বাঁ হাতি ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি মাঠেও যথেষ্ট আগ্রাসী জয়সওয়াল। ঘরোয়া ক্রিকেটে আগ্রাসী মনোভাবের জন্য জড়িয়েছেন বিতর্কেও। ২০২২ দলীপ ট্রফির ফাইনালে কেন তাকে অজিঙ্কে রাহানে ঘার ধাক্কা দিয়ে মাঠের বাইরে পাঠিয়েছিলেন, সেই কারণ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন যশস্বী জয়সওয়াল।
২০২২ সালে দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ও সাউথ জোন। সেই ম্যাচে সাউথ জোনের ব্যাটার রবি তেজার সঙ্গে মাঠে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন যশস্বী। প্রতিপক্ষ কিছু বললে মাঠে তার পাল্ট জবাব দিতে কখনই পিছ পা হননি যশস্বী। কিন্তু দলীপ ট্রফির ফাইনালে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে যশস্বীকে মাঠ থেকে বের করে দিতে বাধ্য হন অজিঙ্ক রাহানে। এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্নের সম্মুখীন হলে যশস্বী জয়সওয়াল বলেন, “স্লেজিং সব জায়গাতেই হয়। সবাই এসব ব্যাপারে জানতে পারে না। আমাকে কেউ মা-বোন তুলে গালাগালি দিলে আমি তো চুপ থাকতে পারি না। এসব সহ্য করব না।”
তবে সেই বিষয় নিয়ে আর জলঘোলা করতে বেশি পছন্দ করছেন না যশস্বী জয়সওয়াল। তবে আগ্রাসী মনোভাব ও আক্রমণাত্মক ক্রিকেটই যে তাঁর পছন্দ সেই কথা জানিয়েছেন তরুণ তারকা। বলেছেন, ‘আগ্রাসন গুরুত্বপূর্ণ এবং আমি মানসিক ভাবে আক্রমণাত্মক। কখনও কখনও সেটা বেরিয়ে আসে। তবে আমি তখন খারাপ কিছু বলিনি। তবে ঠিক আছে, জিনিসগুলি ঘটে। এখন এ নিয়ে কথা বলে কী লাভ!’ বর্তমানে যশস্বীর পাখির চোখ ক্যারিবিয়ান সফরে ভারতীয় জার্সিতে ডেবিউ হলে তা বড় রান করে স্মরণীয় করে রাখা।