জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক দৃষ্টিভ্রমে যে এত বড় কাণ্ড ঘটে যাবে তা অবশ্য স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। সবজি বানানোর সময় মেথি পাতার বদলে গাঁজা পাতা দেওয়ায় এক মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছে উত্তরপ্রদেশের এক পরিবার। মিয়াগঞ্জ গ্রামের এক পরিবারের সকলেই এখন ভর্তি হাসপাতালে, এমনটাই জানা গিয়েছে।
ঠিক কী ঘটেছে?
প্রতিবেদনের শুরুতেই সকলের মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে গাঁজার মতো অবৈধ নেশার জিনিস কোনও গৃহস্থের বাড়িতে আসতে পারে? জানা গিয়েছে, ওই পরিবারের ছেলে বাজারে এক সবজি বিক্রেতার কাছ থেকে ওই শাক কেনেন। তার দাবি সবজি বিক্রেতা তাকে মেথি পাতা বলেই এই শাকটি দেয়। ভাল না চেনার জন্য সেই শাকই বিশ্বাসবশত বাড়িতে নিয়ে এসে বৌদি পিঙ্কিকে দেন রান্না করতে। বিকেল ৪টে নাগাদ তারা ওই মেথি শাক ভেবে গাঁজার পাতা দিয়ে রান্না করা সবজি খান। পরিবারের ৬জন সদস্যই ওই সবজি খেয়েছিলেন।
এই গাঁজাপাতা দিয়ে তৈরি সবজি খাওয়ার পর থেকেই পরিবারের সকলেরই শরীর খারাপ হতে শুরু করে। এমনই শারীরিক অবস্থা যে সকলেই অজ্ঞান হয়ে যান। পড়শি ডাক্তারকে খবর দিয়ে তাঁকে বাড়িতে আনানোর ব্যবস্থা করেন। কিন্তু ওই পরিবারের সকলের শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে শুরু করে যে পড়শি দেরি না করে পুলিসকে খবর দেন।
এরপর পুলিস এসে সকলকে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু কীভাবে এই অবস্থা ঘটল তা জানতে তদন্ত শুরু করতেই প্রকাশ্যে আসে এই মেথি পাতা এবং গাঁজা পাতার বিষয়টি। কারণ কড়াইতে তখনও সবজি ছিল এবং তাতে দেখা যায় অবশিষ্টাংশ রয়েছে। পুলিস ওই শাক ও সবজি বাজেয়াপ্ত করেছে। এমনকী যে বিক্রেতা ওই গাঁজার পাতা বেচেছে তাকেও আটক করা হয়েছে। পুলিসের কাছে ওই সবজি বিক্রেতা জানিয়েছে সে মজা করার জন্য এমনটা করেছিল।
(Feed Source: zeenews.com)