মেথি শাক ভেবে সবজিতে গাঁজার পাতা! হাসপাতালে ভর্তি গোটা পরিবার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক দৃষ্টিভ্রমে যে এত বড় কাণ্ড ঘটে যাবে তা অবশ্য স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। সবজি বানানোর সময় মেথি পাতার বদলে গাঁজা পাতা দেওয়ায় এক মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছে উত্তরপ্রদেশের এক পরিবার। মিয়াগঞ্জ গ্রামের এক পরিবারের সকলেই এখন ভর্তি হাসপাতালে, এমনটাই জানা গিয়েছে। ঠিক কী ঘটেছে? প্রতিবেদনের শুরুতেই সকলের মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে গাঁজার মতো অবৈধ নেশার জিনিস কোনও গৃহস্থের বাড়িতে আসতে পারে? জানা গিয়েছে, ওই পরিবারের ছেলে বাজারে এক সবজি বিক্রেতার কাছ থেকে ওই…