ডোমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার থেকে ডোমিনিকায় প্রথম টেস্ট। ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়া ফেভারিট হিসেবে শুরু করবে। তবে এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূ্ণ এই সিরিজ। বিশেষ অধিনায়ক রোহিত শর্মার কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। ফরে এই সিরিজে নিজেকে আরও একবার প্রমাণ করতে চাইবে হিটম্যান।
অন্যদিকে, এই সিরিজে ভারতীয় দলে একাধিক তরুণ প্লেয়ার রয়েছ যারা টেস্ট অভিষেক করতে পারেন। সেই তালিকা রয়েছে যশস্বী জয়সওয়াল, ইশান কিশান ও মুকেশ কুমার। চেতেশ্বর পুজারার না থাকা, কেএস ভরতের পারফর্ম করতে না পারা ও মহম্মদ শামির বিশ্রামের কারণে প্রথম টেস্টেই অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে এই তিন ক্রিকেটারের। সুযোগ আসলে সেরাটা দিতে তৈরি যশস্বী, ইশান, মুকেশরা।
এছাডা, ভারতীয় অন্যান্য সিনিয়ররা ক্রিকেটারা রয়েছে। রোহিত শর্মাকে শুধু অধিনায়ক হিসেবে নয়, ওপেনিয়ে ব্যাট হাতে বড় রান করতে হবে। এছাড়া বিরাট কোহলি, অজিঙ্কে রাহানেরাও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন। দলের স্পিন অ্যাটাকে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার খেলাটা পাকা। সিনিযরদের অনুপস্থিতিতে পেস অ্যাটাকে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত মহম্ম সিরাজ।
অপরদিকে, একদিনের ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করার ধাক্কা সামলে ভারতের বিরুদ্ধে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোর লড়াই ক্যারিবিয়ানদের। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে তৈরি ভারতের বিরুদ্ধে নির্বাচিত ওয়েস্ট ইন্ডিজ দল। দলের ব্যাটিংয়ে ক্রেইগ ব্রেথওয়েট, কাইল মেয়ার্স, রস্টন চেজ ও বোলিং লাইনআপে আলজারি জোসেফ, কেমার রোচরাই দলের প্রধান ভরসা। ধারে-ভারে ভারতের থেকে পিছিয়ে থাকলেও লড়াই দিতে তৈরি ক্যারিবিয়ানরা।
প্রসঙ্গত, দুই দলের শক্তি, গভীরতা ও ভারসাম্য বিচার করলে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। শেষ ক্যারিবিয়ান সফরেও ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এবার ডোমিনিকায় প্রথম টেস্টে ভারতীয় দলকেই হট ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।