কলকাতা: কলকাতা লিগে বড় দুই দলের দাপট। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই কলকাতা ফুটবল ক্লাবকে সাত গোলে উড়িয়ে দিল গত বারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। সাদা কালো ব্রিগেডের হয়ে বেনেস্টোন ও ডেভিড তিনটি করে গোল করেন। অপরদিকে, নিজেদের দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ৫-১ গোলে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সবুজ মেরুনের হয়ে হ্যাটট্রিক করলেন নামতে।
ম্যাচে মাত্র চার মিনিটের মাথাতেই মানস সরকারের গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুনের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে মানস গোল করেন। গোল পেয়ে গিয়ে আত্মবিশ্বাসে ফুটতে থাকা টালিগঞ্জ বারংবার মোহনবাগান রক্ষণকে চাপে ফেলার চেষ্টা করে। তবে ম্যাচের ২৪ মিনিটে চোখধাঁধানো এক মুভে গোল করে সবুজ মেরুনকে ম্যাচে ফেরান নাওরেম। বাঁ-দিক থেকে উঠে এসে তিন ডিফেন্ডার মাটি ধরিয়ে টালিগঞ্জের জালে বল জড়িয়ে দেন নাওরেম।
গোল পেয়েই বাস্তব রায়ের দল লড়াইয়ে ফেরে। তবে প্রথমার্ধ শেষের আগে শেষ বড় সুযোগটা টালিগঞ্জের মানসই পান। তবে দলকে এগিয়ে দিতে কার্যত ট্যাপ ইনের প্রয়োজন হলেও পায়ে বল জড়িয়ে গোল করতে ব্যর্থ হন তিনি। এই সুযোগ নষ্ট করার জরিমানা দিতে হয় টালিগঞ্জকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই নামতের গোলে ম্যাচে এগিয়ে যায় মোহনবাগান। মিনিট পাঁচেক পরেই সুহেল মোহনবাগানকে ৩-১ এগিয়ে দেন। এরপর ম্যাচের ৭৮ ও ৮১ মিনিটে আরও দুইটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন নামতে। ৫-১ ম্য়াচ জেতে মোহনবাগান।
মহামেডান ম্যাচের ১৬ মিনিটে ডেভিডের গোলে খাতা খোলে। কলকাতা জায়ান্টের বিরুদ্ধে তেমন বলার মতো আক্রমণ গড়ে তুলতেও পারছিল না সিএফসি। ম্যাচের ৩৯ মিনিটে ফের একবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিয়ে মহামেডানের ব্যবধান দ্বিগুণ করেন ডেভিডই। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়ে যায় মহামেডান। সাদা কালো ব্রিগেডের হয়ে বিকাশ তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ৬২, ৭৪ এবং ৭৮ মিনিটে গোল করেন বেনেস্টোন। শেষমেশ ৭-০ ম্যাচ জিতে নেয় মহামেডান।
(Feed Source: abplive.com)