নামী সংস্থার সিইও-র চাকরি ছেড়ে ট্রাকচালক হয়ে জীবন উপভোগ করছেন এই বৃদ্ধ

নামী সংস্থার সিইও-র চাকরি ছেড়ে ট্রাকচালক হয়ে জীবন উপভোগ করছেন এই বৃদ্ধ

চরম সাহসী সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলীয় প্রৌঢ় গ্রেগ রস৷ আপাতদৃষ্টিতে অসাধ্যসাধন করে বসলেন তিনি৷ সিইও-র চাকরি ছেড়ে হলেন ট্রাকচালক৷ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বলছে, রস ছিলেন এক থিয়েটার কোম্পানির সিইও৷ অত্যাধুনিক, দামী গাড়ি বিক্রি করা ওই সংস্থার মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চাকরি করেছেন দীর্ঘ দিন৷ কিন্তু তাঁর ক্লান্ত লাগছিল৷ মনে হচ্ছিল, তিনি জীবনকে উপভোগ করতে পারছেন না৷

শেষে ২০০৮ সালে তিনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ সন্তানদের জানান তিনি এ বার থেকে ট্রাক চালাবেন৷ শেষ পর্যন্ত চাকরি ছেড়ে তিনি ট্রাক চালাতেই শুরু করেন৷ ট্রাক চালানোর চাকরির জন্য আবেদন করেন৷ চাকরি পেয়ে অস্ট্রেলিয়ার রাজপথে চালাতে শুরু করেন দুই বা তার বেশি ট্রেলার সমেত বড় লরি চালাতে৷ স্থানীয় ভাষায় একে বলে ‘রোড ট্রেন’৷ গত ১২ বছর ধরে এই পেশাতেই আছেন সত্তরোর্ধ্ব গ্রেগ রস৷ চুক্তিভিত্তিক চালক হিসেবে বিশাল পণ্যবাহী লরি চালান চিনি৷

২০ বছর আগে ধরা পড়ে গ্রেগ রস ক্যানসার আক্রান্ত৷ ডাক্তাররা সময় দিয়েছিলেন ৩ বছর বাঁচার জন্য৷ তখনই নতুন ভাবে অচেনা ছকে বাঁচতে চেয়েছিলেন তিনি৷ তার পরই সিইও-র চাকরি ছেড়ে অবতীর্ণ হন লরিচালকের ভূমিকায়৷ তার পর থেকে জীবন বেড়ে গিয়েছে সব দিক থেকেই৷

(Feed Source: news18.com)