প্রসূনের মেয়ের সঙ্গে বিয়ে বাংলার আর এক সাংসদের, সংসদে শ্বশুর-জামাই,বর কে জানেন?

প্রসূনের মেয়ের সঙ্গে বিয়ে বাংলার আর এক সাংসদের, সংসদে শ্বশুর-জামাই,বর কে জানেন?

হাওড়ার লোকসভা কেন্দ্রের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্য়ায়। শুধু রাজনীতির দুনিয়ায় নয়। খেলার দুনিয়াতেও পরিচিত নাম তিনি। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সদস্য আবিররঞ্জন বিশ্বাস। সেই আবিররঞ্জনের সঙ্গে বিয়ে হচ্ছে প্রসূন কন্যা প্রেরণার। শুক্রবার প্রেরণার সঙ্গে বিয়ে হচ্ছে আবিররঞ্জনের।

সেক্ষেত্রে দুই হাত এক হওয়ার পরে সংসদে এক নতুন ছবি দেখবে গোটা দেশ। শ্বশুর, জামাই দুজনেই সাংসদ। এদিকে এই বিয়েতে স্মরণীয় করে রাখতে সবরকম আয়োজন করা হচ্ছে। একেবারে বড় আয়োজন। আসলে প্রসূন বন্দ্যোপাধ্য়ায় শুধু সাংসদ নন। তিনি খেলার দুনিয়াতেও বেশ নামকরা ব্যক্তিত্ব। তাঁর মেয়ে বলে কথা। সেখানে সমাজের বিশিষ্টজনেরা আমন্ত্রিত রয়েছেন।

আবার অন্যদিকে আবিররঞ্জনও রাজ্যসভার সাংসদ। তিনিও তৃণমূলের ঘরের লোক। এবার তিনি প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সদস্য হতে যাচ্ছেন। একেবারে আত্মীয়তার বন্ধন। সেক্ষেত্রে এবার দিল্লিতে সংসদ ভবনে দেখা যাবে বাংলার দুই সাংসদকে। যাঁরা আবার সম্পর্কে শ্বশুড় ও জামাই। তবে পরবর্তী সময় প্রেরণা রাজনীতিতে আসবেন কি না তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে বাংলার রাজনীতিতে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিকে এই বিয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। তবে বাংলা ছাড়িয়ে দেশের রাজনীতির আঙিনাতেও এবার চর্চা হবে এই নাম দুটি নিয়ে। তবে এর আগে রাজনীতিতে পরিবারবাদের নানা নজির রয়েছে। পিসি-ভাইপো, বাবা-পুত্র, পুত্র-কন্যা, স্বামী-স্ত্রীর নানা নজির রয়েছে। কিন্তু এভাবে শ্বশুর-জামাই সংসদে যাবেন তার বিশেষ নজির আগে দেখা যায়নি। এবার সেটাই হতে চলেছে।এদিকে হাওড়াতেও এই বিয়েকে ঘিরে নানা চর্চা। সেই সঙ্গেই সংসদেও এবার শুরু হচ্ছে এক নতুন অধ্যায়।

(Feed Source: hindustantimes.com)