প্রকাশ্যে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র টিজার, যশরাজ ব্য়ানারের নারীকেন্দ্রিক ছবিতে আলিয়া ভট্ট

প্রকাশ্যে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র টিজার,  যশরাজ ব্য়ানারের নারীকেন্দ্রিক ছবিতে আলিয়া ভট্ট

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। শুক্রবার ঠিক বিকেল ৫টায় প্রকাশ্যে এল বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta) পরিচালিত দেব (Dev) ও রুক্মিণী (Rukmini Maitra) অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ (Byomkesh o Durgo Rahosyo) ছবির টিজার (Teaser Out)। এর আগে দেখা গিয়েছিল ছবির প্রি-টিজার। ইউটিউবে ঘণ্টা দুয়েকে টিজারের ভিউজ ছাড়িয়েছে ২৭ হাজার। কী বলছেন নেটিজেনরা?

‘আপনি ব্যোমকেশ বাবু না?’ প্রশ্নের উত্তরে পর্দার ব্যোমকেশ বলছেন, ‘আমি নেতাও নই, অভিনেতাও নই, চিনলেন কী করে?’ রহস্য, রোমাঞ্চ আর সম্পর্কের গোলকধাঁধায় ভরা গল্পের টিজার এল প্রকাশ্যে। শ্যাম সুন্দর দে, তন্ময় বন্দ্যোপাধ্যায় ও দেব অধিকারী নিবেদিত, ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্যাডো ফিল্মস’ প্রযোজিত, বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি তৈরি হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে।

অভিনয়ে রয়েছেন এক ঝাঁক চেনা মুখ। দেব, রুক্মিণী মৈত্র ছাড়াও রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য এবং আরও অনেকে। ব্যোমকেশ, অজিত ও সত্যবতী আসছেন দুর্গের রহস্য সমাধানে। গতকাল থেকে ছবির একাধিক স্টিল ছবির সঙ্গে আজ টিজার প্রকাশের কথা ঘোষণা করা হয়।

অন্য়দিকে, বলিউডে জেন ওয়াই তারকাদের মধ্য়ে অন্য়তম আলিয়া ভট্ট। এবার তাঁকে দেখা যাবে সম্পূর্ণ অন্য় ভূমিকার। বলিউডসূত্রে খবর অনুযায়ী, যশরাজ ফিল্মস এই প্রথমবার নারীকেন্দ্রিক ছবি বানাতে চলেছে। আর সেখানেই নাম ভূমিকার থাকবেন রণবীর ঘরণী। শোনাযাচ্ছে, এই ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে এই ছবিটি কে পরিচালনা করবেন সেবিষয়ে কিছু জানা যায়নি।

পাশাপাশি, ফের নয়া নিয়মাবলী ‘নেটফ্লিক্স’ (Netflix) বা ‘ডিজনি প্লাস হটস্টার’-এর (Disney Plus Hotstar) মতো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলির (OTT Platform) জন্য? ভারত সরকারের একটি নথি এবং রয়টার্সের উদ্ধৃত সূত্র অনুসারে খবর, কেন্দ্রের তরফে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকে তাদের কনটেন্ট অনলাইনে প্রকাশ করার আগে ‘অমার্জিত’ এবং ‘সহিংসতা’র (obscenity and violence) জন্য স্বাধীনভাবে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে (Information and Broadcasting Ministry) এক বৈঠকের সময় এই প্রস্তাব পেশ করা হয়েছে বলে খবর।

অন্যদিকে, শুরু হতে চলেছে ১৪তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (The Indian Film Festival of Melbourne)। ১ জুন ২০২২ থেকে ৩১মে ২০২৩ এর মধ্যে মুক্তি পাওয়া সিনেমা এবং সিরিজ গুলিকে নিয়ে মনোনয়ন চূড়ান্ত করেছে।

(Feed Source: abplive.com)