সর্বসেরা কূটনীতিবিদ? হনুমান, তাইল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনাসভায় দাবি জয়শঙ্করের

সর্বসেরা কূটনীতিবিদ? হনুমান, তাইল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনাসভায় দাবি জয়শঙ্করের

ব্যাঙ্কক: সর্বকালের সর্বসেরা কূটনীতিবিদের নাম জানতে চান? বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (EAM S Jaishankar) মতে, এই শিরোপা একজনেরই প্রাপ্য। রামভক্ত হনুমানের (Lord Hanuman)। তাইল্যান্ডের (Thailand) প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক আলোচনাসভায় একথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী। কেন বলেছেন, তার ব্যাখ্যাও দেন এই পোড়খাওয়া প্রাক্তন আমলা।

জয়শঙ্করের ব্যাখ্যা…
বিদেশমন্ত্রীর কথায়, ‘কোনও রকম সংশয় ছাড়াই সর্বকালের সর্বসেরা কূটনীতিবিদের নাম হনুমান। কেউ কেউ ভাবতে পারেন, আমি বোধহয় ঠাট্টা করছি। তা নয়। একবার ভেবে দেখুন। প্রভু রামের হয়ে তিনি এমন একজনের সঙ্গে আদানপ্রদান করেছিলেন যাঁর সম্পর্কে সেই সময় বিশেষ কোনও তথ্যই হাতে ছিল না। এবার প্রভু রামের জায়গায় দেশের কথা ভাবুন।  নিজের সুরক্ষার জন্যই আপনাকে অন্যত্র যেতে হচ্ছে, সেখান থেকে ইনটেলিজেন্স জোগাড় করতে হচ্ছে। হনুমান গিয়েছিলেন, সীতাকে খুঁজেও বের করেছিলেন। শুধু তাই নয়। গোপনে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ বের করে নিয়েছিলেন। সীতার মনোবল চাঙ্গা করার পাশাপাশি রাবণের দরবারে বিভ্রান্তি ছড়িয়েছিলেন, বস্তুত লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন। তবে কূটনীতিবিদদের জন্য এরকম কোনও নিদান আমি অন্তত দিচ্ছি না। কিন্তু একবার সার্বিক ভাবে ভেবে দেখুন হনুমান কী করেছিলেন এবং এই সমস্ত কিছু করার পরও উনি অক্ষত ফিরে আসেন…।’

আর কী…
তাইল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কেও উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় তাঁর মুখে। বিশেষত কোভিড-১৯ অতিমারীর সময় প্রধানমন্ত্রীর ভূমিকা সম্পর্কে বিদেশমন্ত্রী বলেন, ‘এই সময়ে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির মতো একজনকে পাওয়া দেশের জন্য ভাগ্যের ব্যাপার। উনি এখনকার প্রধানমন্ত্রী এবং আমি ওঁর ক্যাবিনেট মন্ত্রী বলে এমন কথা বলছি, তা কিন্তু নয়।’ তাঁর মতে, ‘আমরা যখন স্বাস্থ্যক্ষেত্রে শতাব্দীর অন্যতম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন একজন মানবিক নেতাই শুধু একথা ভাবতে পারেন যে, হ্যাঁ চ্যালেঞ্জ তো রয়েছেই। কিন্তু যাঁরা বাড়ি ফিরছেন, তাঁদের জন্য আমরা কী করছি? তাঁদের খাওয়াদাওয়ার কী ব্যবস্থা করছি? কী ভাবে তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া যায়? মহিলারা যে টাকার সদ্ব্যবহার বেশি ভাল করতে পারেন, এটা হয়তো অনেকেই বুঝতেন না।’ তবে এসবের মাঝে বিদেশমন্ত্রীর কূটনীতিবিদ সংক্রান্ত মন্তব্য আলাদা দৃষ্টি আকর্ষণ করেছে। এমনিতে রুশ-ইউক্রেন যুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে পশ্চিমি সংবাদমাধ্যম যে নিরন্তর প্রশ্ন তুলেছে, তার সপাটে জবাব দিয়ে বার বার শিরোনামে এসেছেন ভারতের বিদেশমন্ত্রী।
এবার আলোচনায় তাঁর কূটনীতিবিদ মন্তব্য়।

(Feed Source: abplive.com)