IND vs WI: ভারত সিরিজ জিতলেও হল না হোয়াইট ওয়াশ, বৃষ্টিতে ধুয়ে গেল শেষ দিনের খেলা

IND vs WI: ভারত সিরিজ জিতলেও হল না হোয়াইট ওয়াশ, বৃষ্টিতে ধুয়ে গেল শেষ দিনের খেলা

ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলেও হোয়াইট ওয়াশ করা হল না ভারতের। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা বৃষ্টির জন্য পুরোপুরি ধুয়ে গেল। যার ফলে এক বলও খেলা সম্ভব হয়নি শেষ দিনে। প্রথম টেস্ট জিতে থাকার সুবাদে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। কিন্তু বৃষ্টির কারণে পরপর দুবার ক্যারিবিয়ান সফরে গিয়ে টেস্ট সিরিজ চুনকাম করার সুযোগ হাতছাড়া হল ভারতের। তবে এই সিরিজ জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লাগাতার ৯টি টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। যা কম গর্বের নয়।

চতুর্থ দিনের শেষে ভারতের দেওয়া ৩৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২ উইকেটে ৭৬। ফলে পঞ্চম দিনে ভারতে দরকার ৮ উইকেট আর ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান। ম্যাচের গতি প্রকৃতি যা ছিল তাতে ভারতের জয়ের সম্ভাবনাই ৯০ শতাংশ। কিন্তু বরুণ দেবতার ইচ্ছে হয়তো অন্য রকম ছিল। ম্যাচের তৃতীয় দিন ও চতুর্থ দিনও পুরো ওভার খেলা হয়নি বৃষ্টির জন্য। তৃতীয় দিন ৬৭ ওভার ও চতুর্থ দিনে ৬৪ ওভার খেলা হয়। পঞ্চম দিনেও বৃষ্টির পূর্বাভাস ছিল হাওয়া অফিসের তরফে। তবে পুরো দিনের খেলা ধুয়ে যাবে তা ভাবেনি টিম ইন্ডিয়া।

(Feed Source: news18.com)