‘ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান..’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান..’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা: তাঁর এক নির্দেশে বুকে কেঁপেছে হাজার হাজার অযোগ্য চাকরি প্রার্থীর। দুর্নীতির (Corruption) অভিযোগে, তাঁরই নির্দেশে চাকরি হারিয়েছেন খোদ প্রতিমন্ত্রীর পরিবারের লোকজন। কোর্টের বাইরে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর লেখা বই নিয়ে, প্রতিক্রিয়া দিতে দুবার ভাবেননি। নিয়োগ দুর্নীতি মামলায় এবার ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) করলেন কড়া মন্তব্য। বললেন, ‘ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন।’

মূলত নিয়োগ মামলায় এসএসসির বিরুদ্ধে ২ আদালতে ২ বয়ানের অভিযোগ। এরপর নিয়োগ দুর্নীতি মামলার সুপ্রিমকোর্টের রেকর্ডেড সওয়াল শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেন,’হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীরা বোকা নয়। যারা ভাবছেন তারা ‘কিং’ নন।’ বরাবরের মতোই তিনি বলেন, ‘কমিশন কলকাতা হাইকোর্টে যা বলছে সওয়াল সেটা ভয়ে বা চাপে পড়ে কিনা, সেটা এসএসসি চেয়ারম্যান পরিষ্কার করে বলুন’। ‘কেলেঙ্কারি হচ্ছে, দেখুন’, ইডি’র আইনজীবীকে মন্তব্য করেন তিনি। এমনকি তিনি আরও বলেন, ‘ঠাকুর ঘরে গিয়ে দেখুন, ভগবান চিনে যাবেন। যারা ভগবান কে বুঝতে পারছেন না।’

(Feed Source: abplive.com)