শুক্রবার মুক্তি পেয়েছে করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি। চলতি মাসের শুরুতে ট্রেলার সামনে আসার পর থেকেই তারকা থেকে সাধারণ মানুষ, ট্রেলার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে বাঙালি হিসেবে অনেকেরই ভালো লাগেনিনি ট্রেলার। অভিযোগ, সেই একই গতেবাধাভাবে বাঙালিকে দেখিয়েছেন করণ জোহর। সম্প্রতি তা নিয়ে মুখ খুললেন ছবিতে আলিয়ার মায়ের চরিত্রে থাকা চূর্নী গঙ্গোপাধ্যায়।
রকি অউর রানি কি প্রেম কাহানি-র যেই দৃশ্যটা চর্চায় এসেছে তা হল যেখানে রণবীর রকি চরিত্রটি, যে পঞ্জাবি রানি (আলিয়া)র বাড়িতে এসেছে। রানিরা খাঁটি বাঙালি। আর সেখানে দেওয়ালে রবীন্দ্রনাথ ঠকুরের ছবি দেখে সেটিকে ‘রানির দাদু’ ভেবে নেন।
চূর্ণীকে এই বলিউডের ছবিতে দেখানো গতেবাঁধা বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন করা হলে জবাব আসে, ‘কিছু কিছু ঘটনা আছে যা ধীরে ধীরে বাংলার সিস্টেমে ঢুকে গেছে। আর আপনি যদি একটি পরিবারকে বাঙালি হিসেবে প্রজেক্ট করতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতেই হবে। আমি মনে করি যে রণবীরের চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে দাদাজি বলে সম্বোধন করার মতো বিষয়গুলি আমাদের সিনেমার ক্ষেত্রে বেশ ভালোই কাজ করেছে। আর অনেক বাঙালি বাড়ির দেওয়ালেই আপনি ঠাকুরের (রবীন্দ্রনাথ) প্রতিকৃতি দেখতে পারবেন।’
‘‘যখন আপনি একটি বাঙালি পরিবারকে সিনেমায় প্রজেক্ট করতে চাইছেন, তখন আপনাকে এই স্টেরিওটাইপগুলিকেই হাতিয়ার করতে হবে। আমার তো এগুলোকে স্টেরিওটাইপও লাগে না। একটু ‘বেশি বাঙালিয়ানা’ বলা যেতে পারে। আমরা বাঙালিরা কিন্তু এখনও বিয়েতে শাড়িই পরি, লেহেঙ্গা নয়।’’, আরও বলেন চূর্ণী।
প্রসঙ্গত, এর আগেও বহু বলিউড নায়িকাকে আমরা বাঙালি হিসেবে দেখেছি। সেগুলো মাথায় রেখে আলিয়ার তুলনা টানাও শুরু হয়েছিল পুরনো সেই নায়িকাদের সঙ্গে, যেমন পরিণীতা চরিত্রে বিদ্যা বালান, দেবদাসে পারো চরিত্রে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং দীপিকা পাড়ুকোন পিকু চরিত্রে। কেউ কেউ আলিয়ার কানে ঝুমকো, কপালে কালো টিপ পরার স্টাইলের সঙ্গে পিকু চরিত্রটির মিল খুঁজে পেয়েছেন। তবে নেটিজেনদের দাবি, উচ্চারণ খাঁটি ছিল বেশি দীপিকারই!
২০১৯ সালে গল্লি বয়ে একসঙ্গে কাজ করেছিলেন রণবীর সিং আর আলিয়া ভাট প্রথম। এরপর ফের একসঙ্গে তাঁরা রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে। ট্রেলার বলছে, প্রেমে পড়েছে বাঙালি মেয়ে রানি আর পঞ্জাবি ছেলে রকি। আর তারপরই দুই ভিন্ন মেরুর দুই মানুষ বিয়ের আগে কমপ্যাটিবিলিটি বুঝতে করে ফেললেন পরিবার বদল। মানে আলিয়া থাকতে শুরু করলেন এসে রণবীরের পঞ্জাবি পরিবারের সঙ্গে, আর রণবীর বাঙালি বাড়িতে।
রকি অউর রানি-তে এছাড়াও রয়েছেন ছবিতে জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্র, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়রা।
(Feed Source: hindustantimes.com)