২৯ জুলাই নন্দনে শুরু বাংলাদেশের চলচ্চিত্র উৎসব, বিনামূল্যে দেখানো হবে ২৩টি ছবি

২৯ জুলাই নন্দনে শুরু বাংলাদেশের চলচ্চিত্র উৎসব, বিনামূল্যে দেখানো হবে ২৩টি ছবি

সৌমিত্র রায়, কলকাতা: তিনদিন ধরে কলকাতায় হবে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব। নন্দনের ১ ও ২ প্রেক্ষাগৃহে বিনামূল্যে দেখানো হবে সিনেমাগুলি। বৃহস্পতিবার সেই উৎসবেই উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

কলকাতায় উদ্বোধন হল পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। নন্দনের এক ও দুই প্রেক্ষাগৃহে দেখানো হবে সিনেমাগুলি। ২৯-৩১ জুলাই প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। আয়োজনে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও ডেপুটি হাইকমিশনার। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশেরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, এরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও ছিলেন পরিচালক গৌতম ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। তিনদিন ব্যাপী চলচ্চিত্র উৎসবে বিনামূল্য দেখানো হবে ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’-সহ ২৩টি সিনেমা।

বাংলাদেশের ছবি ধীরে ধীরে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের দর্শকদের মধ্যেও। এর অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরা যায় ‘হাওয়া’ ছবিটিকে। বাংলাদেশে মুক্তি পাওয়া এই ছবির প্রশংসা ছড়িয়ে পড়েছিল এই বঙ্গেও। আর সেই প্রশংসার জোর এমনই, চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। চোখে পড়ার মতো ছিল সেই লাইন। চূড়ান্ত প্রশংসিত হয়েছিল এই ছবি।

কেবল বড়পর্দায় হাওয়া নয়, ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের মন কাড়ছে একাধিক বাংলা ওয়েব সিরিজ। এরমধ্যে ‘কারাগার’, তাকদির অন্যতম। বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) কলকাতাতেও কাজ করছেন চুটিয়ে। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। কলকাতায় ‘হাওয়া’ মুক্তি পেয়েছিল বড়পর্দাতেও। এই ছবিতে চান মাঝির ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন চঞ্চল।

অন্যদিকে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsaan) দীর্ঘদিন ধরে বাংলায় কাজ করছেন চুটিয়ে। একের পর এক টলিউড ছবিতে জয়া অনবদ্য অভিনয় করে তাঁর জাত চিনিয়েছেন। টলিউডের একাধিক নামী পরিচালকের পরিচালনায় মুখ্যভূমিকায় দেখা গিয়েছে জয়াকে। সর্বশেষ, সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার ছবির শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত এই বাংলাদেশের সুন্দরী অভিনেত্রী।

সদ্য বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’ ছবিটি। রায়হান রাফি পরিচালিত এই ছবিটির কলাকুশলীরাও বাংলাদেশেরই। সব মিলিয়ে বলা যায়, বর্তমানে কলকাতার মানুষেরাও বাংলাদেশের ছবি সম্পর্কে বেশ ওয়াকিবহাল। আর সেই পরিস্থিতিতে এই শহরে বাংলাদেশের চলচ্চিত্র দেখানোর এই আয়োজন তাৎপর্যপূর্ণ তো বটেই।

(Feed Source: abplive.com)