সহায় ‘বাগ’! বাবা-মায়ের নজর এড়িয়ে আরও বাড়ছে ছোটদের স্ক্রিন-টাইম!

সহায় ‘বাগ’! বাবা-মায়ের নজর এড়িয়ে আরও বাড়ছে ছোটদের স্ক্রিন-টাইম!

প্রযুক্তি উন্নতির একটা কুপ্রভাব সমানে ক্রিয়া করে চলেছে মানুষের মধ্যে। তার প্রাথমিক লক্ষণ, মোবাইল আসক্তি। বিশেষত ছোটদের ক্ষেত্রে এর একটা ব্যাপক প্রভাব পড়ছে। সেই কথা মাথায় রেখেই Apple অনেকগুলি ফিচার তৈরি করেছিল যাতে অভিভাবকেরা iPad-এ তাঁদের সন্তান কতটা সময় ব্যয় করছে তার উপর নজর রাখতে পারেন। ‘স্ক্রিন টাইম’ নিয়ন্ত্রণ করার জন্য iOS 12 আপডেটে পাওয়া যাচ্ছিল এমন ফিচার যাতে শিশুরা কতটা সময় অনলাইন থাকতে পারবে তা সীমায়িত করা যায়।

কিন্তু সম্প্রতি iPadOS-এ একটি ‘বাগ’ কাজ করছে বলে জানা গিয়েছে। এটি বাচ্চাদের সুযোগ করে দিচ্ছে ওই নিয়ন্ত্রণ ‘বাইপাস’ করার। এর ফলে স্ক্রিন টাইম-এর সীমা নির্ধারণ করতে পারছেন না অভিভাবকরা। যে কোনও শিশু এই বাগ ব্যবহার করে স্ক্রিন টাইমের সীমা বদলে নিতে পারে। শুধু তাই নয়, অনলাইনে তারা কী দেখছে, তার ইতিহাস আর জানতে পারছেন না বড়রা।

তবে শুধু শিশুরা নয়। এই সমস্যা বিরক্ত করছে সব বয়সের iPhone ব্যবহারকারীকেও। ‘বাগ’-এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হলেও তা ঠিক করতে কতটা সময় লাগতে পারে, সে সম্পর্কে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি Apple। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সিস্টেম আপডেট করার কাজ চলছে বলে জানিয়েছে তাঁরা।

রিপোর্ট অনুযায়ী, স্ক্রিন টাইমে যে বাগটি কাজ করছে, সেটি ডাউনটাইম সেটিংস-এর সঙ্গে সম্পর্কিত। এর প্রভাবে বাচ্চাদের স্ক্রিন টাইমকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। কারণ, এই ডাউনটাইম সেটিং হল আসলে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক যা একটি নির্দিষ্ট সময় পর ডিভাইস বন্ধ করে দিতে পারত।

সম্ভবত iOS 17 এবং iPadOS 17 সংস্করণে এই সমস্যাটি সমাধান করা হবে। তবে Apple যদিও এই সমস্যা সমাধানে খুব বেশি গুরুত্ব দিতে চাইছে বলে মনে হচ্ছে না, এমনই মনে করছেন অনেক ব্যবহারকারী।

সম্প্রতি iOS, macOS এবং iPadOS ভার্সন চালু করেছে Apple। যার উদ্দেশ্যই হল ‘জিরো-ডে ভালনারেবিলিটি’-র বিরুদ্ধে লড়াই করা। কিন্তু তার ফলে লক্ষ লক্ষ Apple ডিভাইস সমস্যার মুখে পড়েছে।

অন্য দিকে, এই মুহূর্তে Apple-এর ব্যস্ততার শেষ নেই। চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ নতুন iPhone 15 সিরিজ লঞ্চ করা হতে পারে। অক্টোবর নাগাদ লঞ্চ করা হতে পারে Macs এবং iPad Pro।

(Feed Source: news18.com)