বর্ষাকালে শিশুদের রোগের শেষ নেই, কীভাবে রক্ষা করবেন? জানালেন চিকিৎসক

বর্ষাকালে শিশুদের রোগের শেষ নেই, কীভাবে রক্ষা করবেন? জানালেন চিকিৎসক

মেদিনীপুর: সারা বছর প্রত্যেকের ছোটখাটো নানান রোগ অসুখ লেগে থাকে। তবে বর্ষার সময় আবহাওয়া পরিবর্তনে সেই রোগ অসুখের পরিমাণ বাড়তে থাকে। বর্ষার সময় নানাবিধ রোগে আক্রান্ত হয় ছোট ছোট শিশুরা।জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এমনকি গায়ে নানান ধরনের চুলকানি কিংবা ডায়রিয়ার আক্রান্তের ঘটনা ঘটে।

মূলত গ্রামাঞ্চলে শিশুদের রোগ অসুখে আক্রান্তের সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। বর্ষাকালে কিভাবে নানান রোগ থেকে শিশুদের সুস্থ রাখা যায় তা সবিস্তারে তুলে ধরলেন কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক অপূর্ব কুমার বাগ।বর্ষাকালে জল বাহিত রোগ যেমন ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা বাড়ে শিশুদের মধ্যে।

সে বিষয়ে পরামর্শ দেন চিকিৎসক।আবহাওয়া পরিবর্তনের কারণে মূলত এক বছর থেকে পাঁচ বছরের শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। জ্বর সর্দি কাশির সাথে সাথে শ্বাসকষ্ট লক্ষ্য করা যায় শিশুদের মধ্যে। সে বিষয়ে কি পরামর্শ দিলেন চিকিৎসক বাগ?

তবে বর্ষাকালে ছোট ছোট বাচ্চাদের শুকনো জামা কাপড় পরানোর পরামর্শ এবং যে কোন সময় শিশুরা অসুস্থ হলে দ্রুত চিকিৎসক এবং হাসপাতালে যাওয়ার কথা বলেন ডাক্তার অপূর্ব বাগ।

(Feed Source: news18.com)