বিরোধীদের ভাল ফল হওয়ায় বিডিওদের বদলি ! অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা

বিরোধীদের ভাল ফল হওয়ায় বিডিওদের বদলি ! অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা

সুজিত মণ্ডল, পূর্ণেন্দু সিংহ ও তুহিন অধিকারী, নদিয়া ও বাঁকুড়া : শান্তিপুর ও সোনামুখীর বিডিও বদল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, বিরোধীদের ভাল ফল হওয়ায় বিডিওদের বদলি করা হয়েছে। পাল্টা তৃণমূলের (TMC) কটাক্ষ, বিরোধীরা ফল ভাল করলে বোঝা যাচ্ছে ভোট ভালভাবে হয়েছে। নবান্ন সূত্রে দাবি, বিডিওদের রুটিন বদলি করা হয়েছে।

গত কয়েকদিনে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিতে হয়েছে একাধিক বিডিওকে। রিপোর্টও তলব করা হয়েছে কয়েকজন বিডিও-র কাছ থেকে। বিরোধীরা অভিযোগ তুলেছে, তৃণমূলকে জেতাতে মদত দিয়েছেন বিডিওরা। এই প্রেক্ষাপটে বিভিন্ন জেলায় বিডিও ও সরকারি আধিকারিক মিলিয়ে ১৬জনকে বদলি করেছে নবান্ন (Nabanna)। আর তা নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক।

বিজেপির অভিযোগ, যেখানে বিরোধীদের ফল ভাল হয়েছে। সেখানকার বিডিওদেরই বদলি করা হয়েছে। নদিয়ায় ১৮ টি পঞ্চায়েত সমিতির মধ্যে একমাত্র শান্তিপুর (Shantipur) পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। এই পঞ্চায়েত সমিতির ২৯ টি আসনের মধ্যে ১৬ টি গেছে বিজেপির দখলে। তৃণমূল জয়ী হয়েছে ১৩ টি আসনে। এই পরিস্থিতিতে শান্তিপুরের বিডিও প্রণয় মুখোপাধ্যায়কে বদলি নিয়ে তুঙ্গে উঠেছ রাজনৈতিক তরজা। শান্তিপুরের বিডিওকে দক্ষিণ দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে বদলি করা হয়েছে।
তাঁর জায়গায় আনা হয়েছে নদিয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর মহম্দদ সাবির আহমেদ মোল্লাকে। এনিয়ে প্রতিক্রিয়া জানতে প্রণয় মুখোপাধ্যায়কে ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি।

অন্যদিকে, বাঁকুড়ার সোনামুখীর বিডিও দেবলীনা সর্দারকে মালদার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে বদলি করা হয়েছে।  তাঁর জায়গায় আনা হয়েছে বাঁকুড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর প্রিয়ঙ্কা হাতিকে। এই বদলি নিয়েও তরজা শুরু হয়েছে। সোনামুখী ব্লকের ১০ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪ টি দখল করেছে বিজেপি। এনিয়ে সোনামুখী বিডিও দেবলীনা সর্দারকে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

নবান্ন সূত্রে দাবি, বিডিওদের রুটিন বদলি করা হয়েছে। পুরভোটে একমাত্র নদিয়ার তাহেরপুর পুরসভায় জয়ী হয় সিপিএম। ভোটের ফল বেরনোর পর, সরিয়ে দেওয়া হয় তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে। সেই ট্র্যাডিশন বজায় রেখে এবার বিডিও বদলির অভিযোগ।

(Feed Source: abplive.com)