মহাকাশের ঘটনা তুলে ধরতে নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং পরিষেবা আনল নাসা, বিনামূল্যে!

মহাকাশের ঘটনা তুলে ধরতে নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং পরিষেবা আনল নাসা, বিনামূল্যে!

মহাকাশে প্রতিনিয়ত কী কী ঘটে চলেছে, তা জানতে ইচ্ছে করে তো! এবার সেই অজানা অচেনা বিষয়গুলি সরাসরি দেখার সুযোগ মিলবে। শুধু তা-ই নয়, উপভোগ করতে পারবেন মহাকাশ সংক্রান্ত তথ্যচিত্রও। এবার থেকে এই সুযোগ করে দেবে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা। এর জন্য নেটফ্লিক্সের মতো নিজস্ব স্ট্রিমিং পরিষেবা এনেছে ওই মহাকাশ গবেষণা সংস্থা।

আপাতত এই ওয়েবসাইট বিটা অবতারে রয়েছে। কিন্তু ওই ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট উপভোগ করার সুযোগ প্রদান করছে নাসা। এখানেই শেষ নয়, যাঁরা এই কন্টেন্ট দেখবেন, তাঁরা নিজস্ব ফিডব্যাকও জানাতে পারবেন নাসা-র কাছে। মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই সমস্ত ফিডব্যাক খুব ভাল করে খুঁটিয়ে দেখবে তারা। আর গ্রাহকদের মনের ইচ্ছা পূরণ করতে ভবিষ্যতে আরও নানা কন্টেন্ট আনা হবে।

নাসা-র মুখপাত্র একটি পোস্টে বলেন যে, “আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মকে রূপান্তরিত করেছি। আর এর ফলে নাসা কীভাবে মহাকাশের অজানা অচেনা বিষয়গুলির অনুসন্ধান করে মানবজাতির উন্নতি সাধনের চেষ্টা করে চলেছে, সেই গল্পগুলি মানুষের সামনে তুলে ধরতে আরও সুবিধা হবে।”

নাসা বরাবরই লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে অন্যতম পথ প্রদর্শকের ভূমিকা পালন করে আসছে। এমনকী বছরের পর বছর ধরে বড় বড় মিশন লঞ্চের দুর্দান্ত কভারেজও দিয়েছে তারা। এর ফলে একাধিক বার সম্মানীয় পুরস্কারে ভূষিত হয়েছে এই মহাকাশ গবেষণা সংস্থা। আর নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বৈচিত্র্যপূর্ণ অসাধারণ সব কন্টেন্ট উপভোগ করতে পারবেন বিশ্ববাসী। তবে হ্যাঁ মজার বিষয় হচ্ছে, এই সুবিধা কিন্তু পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যেই।

এর জন্য নতুন ওয়েবসাইটও আনছে নাসা। ডিজনি+ এবং নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং চ্যানেলগুলোর মতো এর জন্য কোনও ফি তো দিতে হবেই না, সেই সঙ্গে কোনও বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে আকর্ষণীয় কন্টেন্ট। নতুন নাসা+ পরিষেবা মিলবে বেশির ভাগ স্ট্রিমিং সার্ভিস প্ল্যাটফর্মেই। এছাড়া আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ও ট্যাবলেট ব্যবহারকারীরা নাসা অ্যাপের মাধ্যমেই এই সুবিধা উপভোগ করতে পারবেন।

(Feed Source: news18.com)