প্লাগ ও সুইচবোর্ডে হাত লাগলেই কারেন্টের ঝটকা লাগছে? জানুন কোথায় হচ্ছে বড় ভুল

প্লাগ ও সুইচবোর্ডে হাত লাগলেই কারেন্টের ঝটকা লাগছে? জানুন কোথায় হচ্ছে বড় ভুল

নয়াদিল্লি: বৈদ্যুতিক বোর্ডে ইনস্টল করা সকেট, স্যুইচ এবং প্লাগগুলি সাধারণ বিদ্যুতের অপরিবাহী হয়ে থাকে। কিন্তু বর্ষাকালে অনেক সময় সকেট, স্যুইচ কিংবা প্লাগে হাত দিলেই লাগে বৈদ্যুতিক শক। আসলে দেশে এমনিতেই সক্রিয় বর্ষার মরশুম। এই মুহূর্তে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। ফলে ঘরদোরে স্যাঁতস্যাঁতে ভাব। জামাকাপড়ও শুকোতে চায় না। ঘরের দেওয়ালে ভিজে ভিজে আর্দ্রতার পরিস্থিতি।

আর এই কারণেই মূলত বৈদ্যুতিক সকেট কিংবা প্লাগ ব্যবহার করতে গিয়ে বৈদ্যুতিক শকের মুখে পড়ছেন ব্যবহারকারীরা। খবরের কাগজ কিংবা খবরের চ্যানেল খুললে হামেশাই এই খবর আমাদের চোখে পড়ছে। যাতে দুর্ঘটনা না ঘটে, তার জন্য প্রথম থেকেই সাবধান হওয়া উচিত। কারণ বৈদ্যুতিক শক কিন্তু অনেক সময় প্রাণঘাতী বলে প্রমাণিত হতে পারে। তবে সহজ উপায়ে কিছু উপায়ে সতর্কতা অবলম্বন করলেই ঘোর বিপদকে দূরে রাখা সম্ভব হবে।

ওয়্যারিং পরীক্ষা-নিরীক্ষা:

বাড়িতে যদি আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং থাকে, তাহলে ৫ বছরে অন্তত একবার তা পরীক্ষা করানো উচিত। অনেক সময় পুরনো তারের কারণেও বর্ষাকালে দেওয়ালে বিদ্যুতের সঞ্চার ঘটে। তাই তার পুরনো হয়ে গেলেও তা বদল করা আবশ্যক। এছাড়া বাড়ির বৈদ্যুতিক বোর্ডের ত্রুটিপূর্ণ স্যুইচ এবং সকেট পরিবর্তন করা জরুরি।

বাড়িতে আর্থিং তার বসাতে হবে:

বাড়িতে বিদ্যুতের সরবরাহের ব্যবস্থা করার সময় আর্থিং তার লাগাতে হবে। আর্থিং তার আমাদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা হ্রাস করে। অন্য দিকে কোনও তার অথবা স্যুইচে বিদ্যুতের সঞ্চার ঘটলেও তা আর্থিং তারের মাধ্যমে মাটিতে চলে যায়। ফলে দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায়।

মারাত্মক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলে কী কী করণীয়?

কেউ যদি একটি সকেট, প্লাগ অথবা স্যুইচ অন করার সময় জোর বৈদ্যুতিক শক খান, তাহলে অবিলম্বে তাঁকে তাঁর নিকটবর্তী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে প্রয়োজনীয় ওষুধ সেবন করা আবশ্যক। এর পাশাপাশি অবশ্যই সকেট, প্লাগ, স্যুইচ এবং বৈদ্যুতিক সরঞ্জাম একজন ইলেকট্রিশিয়ানকে ডেকে পরীক্ষা করিয়ে নিতে হবে।

(Feed Source: news18.com)