‘বিবেকের উপর আস্থা’, তৃণমূলের নতুন ‘স্ট্র্যাটেজি’! দলের ‘লাইন’ জানালেন কুণাল

‘বিবেকের উপর আস্থা’, তৃণমূলের নতুন ‘স্ট্র্যাটেজি’! দলের ‘লাইন’ জানালেন কুণাল

কলকাতা: পঞ্চায়েত ভোট ঘোষণার আগে থেকেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছিল দলের টিকিট না পেয়ে যদি কেউ নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েন তাহলে তাঁর মুখের সামনে ঝোলানো হবে নো-এন্ট্রি বোর্ড। পরে অবশ্য অনেকে লিফলেট দিয়ে দলে ফেরার রাস্তা পরিষ্কার করেছেন। এবার সময় হয়েছে পঞ্চায়েত বোর্ড গঠনের। এই নির্দলদের নিয়ে কড়া অবস্থান কি বজায় রাখবে শাসক দল?

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “নির্দলকে দলে ফেরানো আর নির্দলের সাহায্য নিয়ে বোর্ড গঠন করা দুটো এক ব্যাপার নয়। নির্দল প্রশ্নে অবশ্য দলের একটা লাইন আছে৷ সেই লাইন প্রার্থী ঘোষণার পর থেকেই বজায় রাখা হয়েছে। এতদিন ধরে যে দল তিনি করেছেন, তিনি ভোটের প্রার্থী ঘোষণার সময়ে হয়তো কোনও অভ্যন্তরীণ কারণে দল ছেড়েছিলেন। এবার সেই ব্যক্তি যদি বোর্ড গঠনে এগিয়ে আসেন সেটা হল তার বিবেকের ব্যাপার। দল এক আসনে একজনকেই প্রার্থী দেবে। হয়তো একাধিক জন সেই আসনের দাবিদার। কিন্তু শিকে ছেঁড়ে একজনের। আবার যারা এটা না বুঝেও নির্দল হয়ে দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। কিন্তু সেই নির্দল তিনি তো দীর্ঘদিন ধরে দল করে আসছেন। তাই তিনি বিবেকের জায়গা থেকেই নিশ্চয়ই অন্য কাউকে সমর্থন করবেন না।” ফলে নির্দল নিয়ে বোর্ড গঠনের ক্ষেত্রে কিছুটা হলেও সুর নরম শাসক দলের।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের অন্দরে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েতের মনোনয়ন পর্ব চলতে চলতেই কালীঘাটের দলীয় মিটিংয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি ৷ বলেছিলেন, ‘‘যাঁরা নির্দল হয়ে ভোটে লড়ছেন তাঁদের দলে ভবিষ্যতে ফেরানো হবে না।  আপনারা ভাল করে জেনে রাখুন ৷ কেউ যদি ভাবেন তাঁর সিদ্ধান্ত দল মেনে নেবে, সেটার কোনও প্রশ্ন নেই। বৈঠকের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল নেতাদের।’’নির্দল নিয়ে কড়া তৃণমূল। ‘

‘মানুষ যাঁকে চেয়েছে তাঁকেই প্রার্থী করা হয়েছে। নির্দলকে সমর্থন করে ভোট নষ্ট করবেন না। কারণ আগামী দিনে নির্দলদের আর তৃণমূলে ফেরানো হবে না।’’ মালদহের সভা থেকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা মতো কাজ শুরু করেছিল তৃণমূল! নির্দল প্রার্থীদের নিয়ে কড়া পদক্ষেপ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। একের পর এক দলের নেতা কর্মীদের বহিষ্কার করা শুরু করেছিল শাসক দল। এমনকি ভোটের ফল মিটতেও সেই, কড়া ভূমিকাই বজায় রেখেছিল তৃণমূল কংগ্রেস।রাজ্যের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে ভোটে লড়েছিলেন নির্দল হিসাবে একাধিক ব্যক্তি। তাদেরকে অবশ্য ভোটের ময়দানে মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য বারবার আবেদন জানিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

এমনকী, একাধিক জনকে দফায় দফায় বহিষ্কার করা হয়। বহু জায়গায় দেখা যায় অনেক নির্দল প্রার্থী আবার নিজ উদ্যোগেই লিফলেট দিয়ে জানিয়ে দেয়, তারা ভোটে লড়ছেন না। তবে রাজ্যের একাধিক জায়গা থেকে ভোটের যে প্রাপ্ত ফল সামনে আসতে শুরু করেছে, তাতে দেখা যাচ্ছে বেশ কয়েকটা জেলায় বিশেষ করে গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূলের টিকিট না পেয়ে ভোটে লড়া নির্দলরা জয় লাভ করেছেন ৷

(Feed Source: news18.com)