বৃষ্টিতে ভিজে গিয়েছেন কাজে যাওয়ার পথে? রইল কাপড় শুকনোর এই ট্রিকস
বর্ষার মরসুম অনেক সময় বিপদ নিয়ে আসে। ছাতা বা রেইনকোট সঙ্গে না থাকলে এবং বাড়ি থেকে বেরনোর পর বৃষ্টি শুরু হলে মেট্রো, বাস বা দু’চাকার যান থেকে নামার সময় আমরা প্রায়শই ভিজে যাই। এমন পরিস্থিতিতে যদি আপনার কাছে অতিরিক্ত কাপড় না থাকে, তাহলে ভেজা পোশাকে থাকাটা বেশ অস্বস্তিকর মনে হয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই কাপড়গুলো শুকানো। কারণ বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে সর্দি-কাশি হওয়ারও ভয় থাকে। তাই, এই মাস্টার ট্রিকসগুলো অবশ্যই মনে রাখবেন, যা ভেজা কাপড় না…


)
)
)

