কলকাতা: ফের সাতসকালে অগ্নিকাণ্ড কলকাতায়। বউবাজারে বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি আঠা জাতীয় দ্রব্যের গুদামে আগুন-আতঙ্ক। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
দমকল কাজ করছে। তবে আগুন লাগে যে গুদামে তা রয়েছে একটি সাততলা বড় আবাসনের বেসমেন্টে। উপরে বহু মানুষ থাকেন। এত বড় বিল্ডিং, দোতলায় বেসরকারি ব্যাঙ্ক রয়েছে, তার উপরে বেশ কিছু পরিবার থাকে। প্রশ্ন, এই ভাবে বেসমেন্টে লোকালয়ে কীভাবে দাহ্য পদার্থের গুদাম হল? কীভাবে এখানে অগ্নি নির্বাপণ দফতরের অনুমতি পেল?
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বহুতলের একতলায় রাসায়নিকের গুদামে আগুন ধরে যায়। উপরের তলার ফ্ল্যাটে থাকেন অন্য আবাসিকরা। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সঙ্কীর্ণ রাস্তায় আগুন নেভাতে সমস্যায় পড়েছে দমকল বাহিনী। এখনও তিনজনকে নামানো যায়নি। তাঁদের সাত তলা খোলা ছাদের উপর বসিয়ে রাখা হয়েছে। দুই বৃদ্ধ-বৃদ্ধা এবং তাঁর ছেলে।
দমকলের কর্মীরা এখনও পর্যন্ত গোডাউনে ঢুকতে পারেনি। যেহেতু দাহ্য পদার্থ রয়েছে এবং ওটা ফেভিকল জাতীয়, তার জন্য ভিতরে প্রচণ্ড ধোঁয়া এবং ঝাঁঝালো গন্ধ রয়েছে। তাই ফায়ার ব্রিগেড বাইরের থেকে জল দিয়ে কুলিং করছে কিন্তু এখনও ভিতরে ঢুকতে পারেনি।
(Feed Source: news18.com)