EB vs MB, Durand Cup 2023 Live: সাড়ে ৪ বছরের খরা কাটিয়ে ডার্বি জয় ইস্টবেঙ্গলের

EB vs MB, Durand Cup 2023 Live: সাড়ে ৪ বছরের খরা কাটিয়ে ডার্বি জয় ইস্টবেঙ্গলের

২০১৯ সালের ২৭ জানুয়ারি। ইস্টবেঙ্গল শেষ বার ডার্বি জিতেছিল সাড়ে চার বছর আগে। তার পর থেকে ডার্বির রং শুধুই সবুজ-মেরুন। মাঝে একটি ড্র এবং করোনার কারণে একটি ম্যাচ বাতিল হয়ে যাওয়া ছাড়া সবেতেই জিতেছে মোহনবাগান। গত বারের ডুরান্ডে ১-০ জিতেছিল বাগান। এটাই ইস্টবেঙ্গলের কাছে সম্ভবত সম্মানজনক হার। বাকি প্রতিটি ম্যাচে দুই বা তার বেশি গোল হজম করে হেরেছে লাল-হলুদ। এবার যদি মোহমবাগান নয়ে ৯ করে দেয় তবে মুখ লুকানোর আর জায়গা থাকবে না ইস্টবেঙ্গলের।

12 Aug 2023, 06:50:50 PM IST

কাটল সাড়ে চার বছরের খরা, ডুরান্ড ডার্বি জিতল লাল-হলুদ

বিশ্বকাপার নেমেও কিছু করতে পারলেন না। জেসন কামিন্স জেতাতে পারলেন না মোহনবাগানকে। বরং ভারতীয় তারকা নন্দকুমারের একক দক্ষতার দুরন্ত গোলে খরা কাটাল ইস্টবেঙ্গল। প্রায় সাড়ে চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১-০ মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের স্ট্র্যাটেজির সামনে পিছিয়ে পড়লেন ফেরান্দো। মরশুমের প্রথম ডার্বি লাল-হলুদের।

12 Aug 2023, 06:45:17 PM IST

৬ মিনিট ইনজুরি টাইম

ছয় মিনিট ইনজুরি টাইম দিয়েছে। বাগান কিন্তু বেশ কিছুটা সময় পেয়েছে গোলশোধের। এর মধ্যে আবার মুষল ধারে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে যুবভারতীতে। এই বৃষ্টিতে পারবে বাগান সমতা ফেরাতে?

12 Aug 2023, 06:41:56 PM IST

লাল-হলুদের ডিফেন্সে ছ’জন খেলছে

৮৯ মিনিট- ইস্টবেঙ্গলের রক্ষণে এই মুহূর্তে ছ’জন রয়েছে। বোঝাই যাচ্ছে, গোল রক্ষা করতে তারা কতটা মরিয়া। আর কিছুক্ষণ মোহনবাগানকে আটকে রাখতে পারলেই, চার বছরেরও বেশি সময়ের যন্ত্রণার থেকে মুক্তি মিলবে লাল-হলুদের।

12 Aug 2023, 06:38:20 PM IST

সমতা ফেরাতে পারবে বাগান?

সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছে মোহনবাগান। ৮৫ মিনিট পার হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল কি পারবে আজ ডার্বি জয়ের প্রায় সাড়ে চার বছরের খরা কাটাতে?

12 Aug 2023, 06:34:36 PM IST

মোহনবাগানের সুযোগ

৮১ মিনিট- বক্সের মধ্যেই ভালো একটি বল পেয়ে গিয়েছিলেন কামিন্স। ভালো সুযোগ ছিল গোলের। কিন্তু কামিন্সের শটে জোর একটু বেশি ছিল। ক্রস বারের উপর দিয়ে বের হয়ে যায় বল।

12 Aug 2023, 06:29:52 PM IST

স্ট্রেচারে করে মাঠে ছাড়লেন সিভেরিও

৭৫ মিনিট- চোট পেয়ে সিভেরিও স্ট্রেচারে করে মাঠের বাইরে যান। তবে স্বস্তি বড় কিছু হয়নি। কিছুক্ষণ পরেই তিনি মাঠে ফিরে আসেন।

12 Aug 2023, 06:22:05 PM IST

কামিন্সের চেষ্টা

৬৯ মিনিট- ইস্টবেঙ্গল বক্সে বল পেয়ে কামিন্স একটি জোরালো চেষ্টা করেছিলেন। কিন্তু বলটি লক্ষ্যভ্রষ্ট হয়। বাইরে বের হয়ে যায়।

12 Aug 2023, 06:16:25 PM IST

গোওওওওওললললললল… ১-০ এগিয়ে গেল লাল-হলুদ

৬০ মিনিট- প্রতি আক্রমণে উঠে দুরন্ত গোল করে লাল-হলুদের নন্দকুমার। ডান ফ্ল্যাঙ্ক বরাবর নন্দকুমার দৌড় শুরু করেন। অনিরুদ্ধ থাপা তাঁকে আটকাতে এলে তাঁকে ডজ দিয়ে বাঁ-পায়ে বাঁকানো শট নেন নন্দ। সেকেন্ড পোস্টে রাখেন বল। বিশাল কাইথের কিছুই করার ছিল না। একক দক্ষতার অসাধারণ গোল নন্দকুমারের।

12 Aug 2023, 06:13:47 PM IST

মাঠে নামলেন অজি বিশ্বকাপার

৫৭ মিনিট- সাদিকু এবং হুগো বৌমাসের পরিবর্তে জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোসকে নামালেন ফেরান্ডো। সবুজ-মেরুন জার্সিতে ডার্বি ম্যাচে অভিষেক হল অজি বিশ্বকাপার কামিন্সের।

12 Aug 2023, 06:09:29 PM IST

শৌভিকের হলুদকার্ড

৫১ মিনিট- মনবীরকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন শৌভিক চক্রবর্তী।

12 Aug 2023, 06:02:48 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। ডার্বির প্রথমার্ধে এই মরশুমে এখনও পর্যন্ত সবচেয়ে ভালো খেলাটা খেলেছে ইস্টবেঙ্গল। যাইহোক দ্বিতীয়ার্ধে  কোন দল গোলের মুখ খুলতে পারে, সেটাই দেখার!

12 Aug 2023, 06:00:29 PM IST

ডার্বি দেখে উচ্ছ্বসিত ভিকি কৌশল

ডুরান্ড ডার্বি দেখতে মাঠে হাজির হয়েছেন ভিকি কৌশল। তিনি বলছেন, ‘আমি খুব ভাগ্যবান। এর আগে কোনও ফুটবল ম্যাচ লাইভ দেখিনি। হয়তো আমার ভাগ্যে এই ম্যাচটাই দেখা লেখা ছিল। নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে এরকম একটা ম্যাচে উপস্থিত থাকতে পেরেছি। মহাকাব্যিক এই প্রতিদ্বন্দ্বিতা দেখার সুযোগ পেলাম।’

12 Aug 2023, 05:46:31 PM IST

বিরতিতে ফল ০-০

ডার্বির প্রথমার্ধে খেলার ফল গোলশূন্যই থাকল। দুই দলই গোলের কিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখার শেষ হাসি হাসে কোন দল!

12 Aug 2023, 05:39:16 PM IST

ভালো সেভ লাল-হলুদ কিপারের

৪৫+২- লিস্টনকে ফাউল করেন খাবরা। খাবরা নিজে হলুদকার্ড দেখেন, আর ফ্রি-কিক পায় মোহনবাগান। বৌমাস ফ্রি-কিক নেন। দুরন্ত শট ছিল। বল প্রভসুখন সরাসরি ধরে ফেলেন।

12 Aug 2023, 05:32:42 PM IST

লাল-হলুদের সুযোগ

৩৭ মিনিট- বোরহা মাঝমাঠ থেকে বল পাঠান মোহনবাগান বক্সের ভিতর নওরেম মহেশকে। তবে আশিস রাই এবং কাইথ সেই প্রচেষ্টাকে দমন করতে ঝাঁপিয়ে পড়েন। শেষ পর্যন্ত বাগানের বিপদ আপাতত এড়ানো গেছে। এখনও কোন দলই গোলের মুখ খুলতে পারেনি।

12 Aug 2023, 05:22:12 PM IST

কুলিং ব্রেক

উভয় পক্ষই একাধিক বার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এবং প্রথমার্ধের শুরুতেই সাদিকু মোহনবাগানের হয়ে গোল করার সহজ সুযোগ নষ্ট করেন। ১৮তম মিনিটে আবার সিভেরিও ইস্টবেঙ্গলের হয়ে প্রায় গোল করে ফেলেছিলেন।

12 Aug 2023, 05:20:29 PM IST

আক্রমণে লাল-হলুদ

২৩ মিনিট- বাঁ দিক থেকে মহেশ পাস বাড়িয়েলেন সিভেরিওকে। চেষ্টা করেও গোল হল না। প্রতিরোধ হয়ে গেল সিভেরিও-র চেষ্টা।

12 Aug 2023, 05:15:49 PM IST

গোলের সুযোগ নষ্ট মোহনবাগানের

২১ মিনিট- মোহনবাগান প্রতি আক্রমণে উঠে একটি দুরন্ত সুযোগ তৈরি করে ফেলেছিল। লিস্টন কোলাসো বল বাড়ায় সাদিকুকে। সাদিকু আবার পাস বাড়ান বৌমাসকে। ২০ গজ বাইরে থেকে বৌমাস জোরালো শট মারেন। তবে তিনি বল গোলে রাখতে পারেননি।

12 Aug 2023, 05:09:25 PM IST

সহজ গোলের সুযোগ হারাল ইস্টবেঙ্গল

১৮ মিনিট- নওরেম মহেশ প্রতিপক্ষের বক্সে বাগান ডিফেন্ডারকে ডজ দিয়ে সিভেরিও-কে ক্রস বাড়ান। সেই বল ধরে সিভেরিও গোলের চেষ্টাও করেন। কিন্তু ব্রেন্ডন সেই বল বিপদ মুক্ত করেন। ভালো গোলের সুযোগ নষ্ট হয় লাল-হলুদের।

12 Aug 2023, 05:06:03 PM IST

লাল-হলুদের সুযোগ

১৫ মিনিট- অনিরুদ্ধে থাপা ফাউল করলে ইস্টবেঙ্গল ফ্রি-কিক পায়। এবারও এলসে সেট-পিস থেকে বল পেয়ে গোলের চেষ্টা করেন। কিন্তু তাঁর হেডার বাঁচান বিশাল কাইথ। ম্যাচটিতে এখনও পর্যন্ত খুব ভালো দুই পক্ষই লড়াই করছে।

12 Aug 2023, 05:03:44 PM IST

গোল লক্ষ্য করে ইস্টবেঙ্গলের প্রথম শট

১১ মিনিট- খাবরা একটি লম্বা কিকের মাধ্যমে বক্সের মধ্যে বল পাঠান। এলসে সেই বল হেডে জালে জড়াতে গেলে বিশাল কাইথ সেই বল সহজেই ধরে ফেলেন।

12 Aug 2023, 04:57:34 PM IST

বাগানের সুযোগ

২মিনিট- অনিরুদ্ধ থাপা বল নিয়ে এগানোর চেষ্টা করেন। কিন্তু আটকে যান তিনি। তবে বল শেষ পর্যন্ত আর্মান্দো সাদিকুর কাছে যায়, যিনি বক্সের বাইরে থেকে শট নেওয়ার চেষ্টা করলেও, জালে জড়াতে পারেননি। সাইড নেটে গিয়ে লাগে বল।

12 Aug 2023, 04:51:33 PM IST

খেলা শুরু

দুই দলের খেলা শুরু। আজ জিতবে কারা- ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান?

12 Aug 2023, 04:45:08 PM IST

দুই দলের প্লেয়ারদের সঙ্গে পরিচিত হলেন ভিকি কৌশল

ডার্বি দেখতে মাঠে থাকার কথা ছিল ভিকি কৌশলের। ম্যাচের আগে দুই দলের প্লেয়ারদের সঙ্গে পরিচিত হলেন তিনি। হাত মিলিয়ে শুভেচ্ছা জানালেন দুই দলের প্লেয়ারদের।

12 Aug 2023, 04:33:03 PM IST

দুই দলের একাদশ

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ- প্রভসুখন গিল, হরমনজ্যোত খাবরা, লালচুননুঙ্গা, জর্ডান এলসে, মন্দার রাও দেশাই, শৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, বোরহা, নওরেম মহেশ, নন্দকুমার, জেভিয়ার সিভেরিও।সাবস্টিটিউট- কমলজিৎ, রাকিপ, অতুল, গুরসিমরত, এডউইন, মোবাসির, তুহিন, গুরনাজ, ভানলালপেকা গুইতে, ভিপি সুহের। মোহনবাগানের প্রথম একাদশ- বিশাল কাইথ, আশিস রাই, আনোয়ার আলি, ব্রেন্ডন হ্যামিল, শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিন্স, মনবীর সিং, হুগো বৌমাস, লিস্টন কোলাসো, আর্মান্দো সাদিকু।সাবস্টিটিউট- জাহিদ, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, সুহেল ভাট, রবি রানা, রাজ বাসফোর, অভিষেক, কিয়ান নাসিরি।

12 Aug 2023, 03:59:00 PM IST

দুই কোচের বক্তব্য

ফেরান্দো- ‘ইস্টবেঙ্গল ভালো ফুটবলার সই করিয়েছে। মন্দারকে গোয়ায় দেখেছি। গত বার মুম্বইয়ে খেলেছে। ইস্টবেঙ্গলের দল বেশ ভালো। এই মুহূর্তে ওদের ছোট করে দেখার দরকার নেই। ওরা দেরিতে শুরু করেছে। তাই সময় লাগবে। পরে কী হয় দেখা যাক। তবে ডার্বি গুরুত্বপূর্ণ ম্যাচ। দুই দলই জিততে চায়। আমরাও ডার্বি জিতেই পরের রাউন্ডে যেতে চাই।’কুয়াদ্রাত- ‘যে কোনও মরশুম শুরু হওয়ার আগে ফিটনেস সমস্যা থাকবেই। দলের অনেকেই দেরি করে এসেছে। আগের ম্যাচে আমরা অনেক ভুল করেছি। অনেক সময় ক্লান্তির কারণেও ভুল হয়। তবু গত সপ্তাহে অনেক ভালো প্রস্তুতি নিয়েছি। এক মাস ধরে অনুশীলন করছে এরকম ছ’-সাত জন রয়েছে আমাদের দলে। এটুকু জানি, আমাদের ৯০ মিনিট মাঠে নেমে লড়তে হবে। সেটার জন্যে আমরা তৈরি। আমরা সবাই মোটামুটি ডার্বির ব্যাপারে জানি। এই ম্যাচের প্রায় ১০০ বছরের ইতিহাস রয়েছে। গোটা শহরের কাছে এটা একটা উৎসবের মতো। দুর্ভাগ্যবশত আমার হাতে পুরো দল নেই।’

12 Aug 2023, 03:56:31 PM IST

ডার্বির সামগ্রিক পরিসংখ্যান

বিভিন্ন টুর্নামেন্ট এবং প্রদর্শনী ম্যাচ মিলিয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে দ্বৈরথ হয়েছে ৩৮৫টি। তার মধ্যে ১৩৪টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ১২৬টিতে জিতেছে মোহনবাগান (এটিকে মোহনবাগান-সহ), ড্র হয়েছে ১২৫টি ম্যাচ।

12 Aug 2023, 03:55:37 PM IST

ডুরান্ডে ডার্বির পরিসংখ্যান

ডুরান্ড কাপের দ্বৈরথে আবার সামগ্রিক ভাবে এগিয়ে লাল-হলুদ। ২০টি ম্যাচের মধ্যে ৮টিতে ইস্টবেঙ্গল জিতেছে। সামান্য পিছিয়ে মোহনবাগান। তারা ৭টি ম্যাচ জিতেছে। পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।

12 Aug 2023, 03:30:51 PM IST

ফুরফুরে বাগান, চাপে বেঙ্গল শিবির

ডার্বি ঘিরে টানটান উত্তেজনা-উন্মাদনা থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে ইদানীং যেন ডার্বিটা বড় একপেশে হয়ে গিয়েছে। টানা মোহনবাগানর ডার্বি জেতায় যেন উচ্ছ্বাসের জোয়ারে কোথাও ভাটার টান। আসলে ডুরান্ডেও যদি সবুজ-মেরুনই জয় পায়, তবে টানা ৯টি ডার্বিতে জিতবে বাগান। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের আকাশ ছেয়ে যাবে আরও ঘন কালো মেঘে। সম্মান পুনরুদ্ধারের জন্য তাই মরিয়া লাল-হলুদ শিবির।

(Feed Source: hindustantimes.com)