যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ পদক্ষেপ? রিপোর্ট তলব করল ইউজিসি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ পদক্ষেপ? রিপোর্ট তলব করল ইউজিসি

কলকাতা: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপের পথে ইউজিসি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক ছাত্র মৃত্যুর ঘটনায় এবার ইউজিসি তদন্ত রিপোর্ট চাইল যাদবপুরের থেকে। গোটা ঘটনার তদন্ত করার নির্দেশ ইউজিসির যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। আগামিকালের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ বিশ্ববিদ্যালয়কে।

এদিকে ইউজিসি-র নির্দেশের চিঠি পেয়েই আগামিকাল তড়িঘড়ি বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন সময় ইউজিসি যে গাইডলাইন পাঠায় সেই গাইডলাইন কি মানে যাদবপুর?

আগামিকালের মধ্যে রিপোর্ট দেওয়ার পাশাপাশি সুত্রের খবর ইউজিসি টিম পাঠাতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গোটা ঘটনার সরেজমিনে তদন্ত করার জন্য।

খুব শিগিরিই যাদবপুর তদন্ত খতিয়ে দেখতে এবার ইউজিসি প্রতিনিধি দল পাঠাতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এর আগে গোটা ঘটনার পিছনে র‍্যাগিং রয়েছে নাকি তা জানতে চেয়েছিল ইউজিসি। এবার যাদবপুরের বিরুদ্ধে আরও কড়া মনোভাব ইউজিসির। তাই ঘটনার তিনদিনের মাথায় গোটা ঘটনার তদন্ত রিপোর্ট যাদবপুরের থেকেই চাইল তারা।

(Feed Source: news18.com)