বোস্টন ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র মনোনীত ওয়াটারওয়ালা! খুশি পরিচালক রাজাদিত্য

বোস্টন ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র মনোনীত ওয়াটারওয়ালা! খুশি পরিচালক রাজাদিত্য

কলকাতা: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচিত্র পরিচালক রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়। তিনি ২০১৭-এ তৈরি করেন কলকাতার বিলুপ্তপ্রায় ভিস্তিওয়ালাদের ওপর প্রথম পূর্ণদৈঘ্যের তথ্যচিত্র  ‘ওয়াটারওয়ালা’। ২০১৭ থেকে বহু মানুষ দেশে-বিদেশে এই সিনেমা দেখেছেন। দেশে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সার্কিটে এই গবেষণামূলক কাজটি দেখা যাচ্ছে।

কিছু দিন আগেই কলকাতা ওপেন এয়ার ফিল্ম ফেস্টিভ্যালে ‘ওয়াটারওয়ালা’ জিতে নিয়েছিল শ্রেষ্ঠ জুরি পুরস্কার।  রাজাদিত্যর সাফল্যের মুকুটে জুড়ে গেল আরেকটি রঙিন পালক। আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চে আবার বাঙালির স্বীকৃতি নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য সুখবর।

ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন নমিনেশন দিয়ে বেছে নিল ‘ওয়াটারওয়ালা’। এ বারের এই ফেস্টিভ্যালে ওয়াটারওয়ালা বাছাই করা দেশ-বিদেশের সিনেমার সঙ্গে অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার শিরোপার জন্যে লড়বে। ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। নমিনেশন পেয়ে পরিচালক খুশি। কৃতিত্ব দিলেন তাঁর ইউনিটকে। জানালেন আন্তর্জাতিক মঞ্চে  এই সাফল্য পুরোটাই টিমওয়ার্ক।

রাজাদিত্য জানালেন ” পরিচালক বিষয়টা হয়ত ভেবেছেন, স্ক্রিপ্ট লিখেছেন কিন্তু পরিচালকের স্বপ্নকে বাস্তব করার কৃতিত্ব সকলের। এডিটর, সিনেমাটোগ্রাফের থেকে শুরু করে স্পট বয়,  প্রত্যেকে প্রজেক্টকে  ভালবেসে কাজ না করলে একটি ভালো ফিল্ম নির্মাণ করা অসম্ভব।”

পরিচালক ‘ওয়াটারওয়ালা’ উৎসর্গ করেছেন তাঁর দাদা প্রয়াত প্রখ্যাত পরিচালক বাপ্পাদিত্য ও তাঁর পিতা  দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে । ভারত-ফিনল্যাণ্ডের যৌথ প্রযোজনায় তৈরী এই সিনেমাটি চিত্রগ্রহণ করেছেন সুমন শিট , গিরিধারী গড়াই , সুদীপ বড়াল। সম্পাদনা করেছেন সুমন্ত সরকার। লোকেশন সাউন্ড রেকর্ড করেছেন হিমাদ্রি আদক ও সন্দীপ রায় কর্মকার। বর্তমানে শুটিংয়ে ব্যস্ত পরিচালক। বোস্টনে যেতে পারবেন না| ‘ওয়াটারওয়ালা’ পরিচালকের পঞ্চম তথ্যচিত্র।

(Feed Source: news18.com)