আচমকাই বিকট শব্দ, মহড়ার সময় চাষের জমিতে ভেঙে পড়ল UAV

আচমকাই বিকট শব্দ, মহড়ার সময় চাষের জমিতে ভেঙে পড়ল UAV

Unmanned aerial vehicle( UAV) মহড়ার সময় ভেঙে পড়ল। এই আকাশ যানটি চালকবিহীন অবস্থায় চলে। ডিআরডিও তৈরি করেছিল এটি। কর্ণাটকের চিত্রদুর্গ জেলার একটি কৃষি জমিতে এটা ভেঙে পড়ে। রবিবারের ঘটনা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে হতাহতের কোনও খবর নেই।

সূত্রের খবর, এটা একটা পরীক্ষামূলক ড্রোন জাতীয় যান। কিন্তু সেটা অপ্রত্যাশিতভাবে ভেঙে পড়ে কৃষিজমিতে। এদিকে সেই যন্ত্রের ভিডিয়ো ও ছবিতে দেখা যাচ্ছে যন্ত্রাংশ চারদিকে ছড়িয়ে রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচন্ড শব্দ করে এটা ভেঙ পড়ে। গ্রাম থেকে লোকজন ছুটে আসে। তারাই বিভিন্ন জায়গায় খবর দেয়। কীভাবে এটা ভেঙে পড়ল, এটা আসলে কী, কোথা থেকে এল সহ নানা ধরনের প্রশ্ন উঠতে থাকে।

তবে কেন এটা ভেঙে পড়ল তার একটা তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে। এদিকে ২০২১ সালে একটা ইউএভি যাচ্ছিল। এটা মূলত মাওবাদীদের গতিবিধির উপর নজর রাখত। ছত্তিশগড়ে বস্তারের উপর দিয়ে এটা ওড়ানো হত। কিন্তু জগদলপুর এয়ারপোর্টের কাছে এটা দুর্ঘটনায় পড়েছিল। তবে সেই সময় কোনও হতাহতের খবর মেলেনি।

তবে এই ইউএভিটা বিদেশ থেকে আনা হয়েছিল বলে খবর। মনে করা হচ্ছে। প্রযুক্তিগত কোনও ত্রুটির জেরে এটা ভেঙে পড়ে। তবে এটা নিয়ে তদন্ত করা হচ্ছে। সকাল ৯টা-৯টা ১৫ নাগাদ এটা ভেঙে পড়ে। কিন্তু সৌভাগ্যবশত কোনও কৃষক সেই সময় জমিতে ছিলেন না। হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন এসপি কে পরশুরামা। তবে ডিআরডিও ও টেকনিকাল টিম এলাকায় গিয়ে ইউএভিটা সংগ্রহ করেছে।

(Feed Source: hindustantimes.com)