ক্যাম্পাসে ধূমপান, মদ্যপানে সমর্থন নেই, অপরাধীদের শাস্তি চাই, বিবৃতি ফেটসুর

ক্যাম্পাসে ধূমপান, মদ্যপানে সমর্থন নেই, অপরাধীদের শাস্তি চাই, বিবৃতি ফেটসুর

কলকাতা: ব়্যাগিং-এর ঘটনা, পড়ুয়া মৃত্যু থেকে ক্যাম্পাসে ধূমপান, মদ্যপান নিয়ে বিবৃতি দিল যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির স্টুডেন্ট ইউনিয়ন৷ মোট ছ’টি পয়েন্টে বিবৃতি জারি করে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইউনিয়ন ফেটসুর তরফ থেকে ব়্যাগিং-এ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হল৷ উল্লেখ্য, ব়্যাগিং-এর অভিযোগ ও পড়ুয়া মৃত্যুর ঘটনার পর এই ইউনিয়নের সমস্ত পদাধিকারীরা পদত্যাগ করেছিলেন মেল করে ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে৷

বিবৃতিতে বলা হয়েছে, ‘পড়ুয়া মৃত্যুর ঘটনা নিয়ে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হচ্ছে৷ পাশাপাশি, এই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হচ্ছে৷ এ ছাড়া ক্যাম্পাসকে ব়্যাগিং মুক্ত করতে কর্তৃপক্ষের কাছে আবেদন দ্রুত যেন সমস্ত পরিসরের আধিকারিকদের নিয়ে একটি সভা ডাকা হয় ও আগামী দিনের পথ নির্বাচন করা হয়৷’’

বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল বিভাগীয় ফ্রেশারস ওয়েলকাম অনুষ্ঠান ও অন্য কয়েকটি অনুষ্ঠানে ব়্যাগিং-এর ঘটনা ঘটে৷ সেই নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেটসুর তরফ থেকে এই ধনের কোনও ঘটনাকে সমর্থন করা হয় না৷ সেই বার্তা বিভিন্ন বিভাগে ছড়িয়ে দিয়ে পড়ুয়াদের আবেদন করা হচ্ছে, তাঁরা যেন বিভিন্ন ডিপার্টমেন্টাল জিবি ও ক্লাস আয়োজন করে, যেখানে এই সচেতনতা তৈরি করা হবে৷’

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নেশা করার বিষয়েও একাধিক অভিযোগ আসছে, সেই নিয়ে বলা হয়েছে, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাকে ধূমপান, মদ্যপান-সহ কোনও ধরনের নেশা করাকে ফেটসু সমর্থন করে না৷ কোনও পড়ুয়া যদি এর সঙে জড়িয়ে থাকে, তা হলে ইউনিয়ন তাঁর অপরাধ আড়াল করতে চেষ্টা করবে না৷ ফলত, এটা তাঁরা নিজের ঝুঁকিতেই করছেন, এমনটাই ধরে নেওয়া হবে৷ পাশাপাশি, ফেটসুর যে পদাধিকারীরা ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তাঁদের সঙ্গে ইউনিয়নের আর কোনও সম্পর্ক থাকবে না৷’

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে স্টুডেন্টস কালেক্টিভ নােম একটি সংগঠনেরও৷ সেখানে বলা হয়েছে, ‘স্টুডেন্টস কালেক্টিভের সঙ্গে ফেটসুর কোনও যোগ নেই, ওদের রাজনীতি ফেটসুর প্রতিনিধিত্ব করে না৷ ওদের অমানবিক রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা করে৷ পাশাপাশি ফেটসু স্বাগত জানায় তেমন কোনও নিয়ম বা পদ্ধতিকে, যেটি ক্যাম্পাসকে ব়্যাগিং মুক্ত করবে৷’

(Feed Source: news18.com)