অবিশ্বাস্য! বিক্রমের পেট থেকে বেরিয়ে চাঁদে ‘মুনওয়াক’ প্রজ্ঞানের, এল প্রথম ছবি

অবিশ্বাস্য! বিক্রমের পেট থেকে বেরিয়ে চাঁদে ‘মুনওয়াক’ প্রজ্ঞানের, এল প্রথম ছবি

কলকাতা: চাঁদের জমিতে হেঁটেচলে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান। ভারতের চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞানও সফল ভাবে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে ঘুরে বেড়াচ্ছে। বিক্রমকে ‘গুডবাই’ বলে বেরিয়ে পড়ার সময়কার ছবিও ধরা রয়েছে ইসরোর চন্দ্রযান ৩-এ। সেই ছবি পৃথিবীতে পাঠিয়েছে ল্যান্ডার বিক্রম।

চাঁদের দক্ষিণ মেরু এখনও অনাবিষ্কৃত। পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে গিয়েছে ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। তৈরি হয়েছে ইতিহাস। চাঁদের জমিতে নেমে কী কী করবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান? ইসরোর টার্গেট কী?

(Feed Source: news18.com)