চাঁদের বুকে ‘ঘুমিয়ে’ পড়ল প্রজ্ঞান, চন্দ্রযান ৩ কি তবে শেষ? ইসরোর দাবিতে তোলপাড়
শ্রীহরিকোটা: ২৩ অগাস্ট, ২০২৩ দিনটা ভারতবাসী তথা গোটা বিশ্ব কোনওদিন ভুলতে পারবে না। কারণ, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফল অবতরণ করতে পেরেছিল এই দিন। দেখতে দেখতে সেই ঐতিহাসিক কীর্তির পর দু’সপ্তাহ কেটে গেল। তারপর ইসরোর নির্দেশ মেনে একের পর এক কাজ করে চলা ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের। এবার একটু বিশ্রামের পালা, এক্স হ্যান্ডলে এমনই দাবি করেছে ইসরো। তাহলে কি শেষ হয়ে গেল চন্দ্রযান ৩ মিশন? ইসরো আগেই জানিয়েছিল এক চন্দ্রদিনের আয়ু নিয়ে চাঁদের…