রেড রোডে গোটা ইসরো-র দলকে সংবর্ধনা! চন্দ্রযান-৩ সাফল্যে মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

রেড রোডে গোটা ইসরো-র দলকে সংবর্ধনা! চন্দ্রযান-৩ সাফল্যে মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

কলকাতা: চন্দ্রযান-৩-এর সাফল্যের পরে ISRO-র বিজ্ঞানীদের সব সদস্যকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি গ্রহণ করে পালটা ধন্যবাদ জানিয়েছেন ISRO প্রধান এস সোমনাথ। এবার দ্বিতীয় পর্যায়ে গোটা ISRO টিমকে রাজকীয় সংবর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর ইচ্ছা, রেড রোডে বিশাল সভা করে চন্দ্রযান-৩-এর বিজ্ঞানীদের সেখানে সম্মান জানানো হবে রাজ্যের তরফে৷ এই সংক্রান্ত চিঠিও দ্রুত পাঠাচ্ছে রাজ্য৷ তাঁরা প্রস্তাব গ্রহণ করে অনুমতি দিলেই শুরু হয়ে যাবে সম্মান জানানোর প্রস্তুতি। এর আগেই চন্দ্রযান ৩-এর সঙ্গে যুক্ত বাঙালি বিজ্ঞানীদের মুখ্যমন্ত্রী সংবর্ধনা দিতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

বাঙালি কৃতীদের সংবর্ধনা দিয়ে সম্মানিত করতে চেয়েছিলেন মমতা। তবে এবার তাঁদের পাশাপাশি চন্দ্রযান-৩-এর সমস্ত টিমকেই সম্মান জানাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ইসরো প্রস্তাব গ্রহণ করার পরই পরবর্তী দিনক্ষণ ঠিক করা হবে। রেড রোডে যেভাবে দুর্গাপুজোর কার্নিভাল হয়, তেমনই রাজকীয় ভাবে এই সম্মান জানাতে চান মুখ্যমন্ত্রী।

২৩ অগাস্ট চাঁদের মাটি ছুঁয়েছিল চন্দ্রযান ৩৷ ঐতিহাসিক এই দিনটিকে করে রাখতে এবার থেকে প্রতি বছর ২৩ অগাস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে উদযাপন করা হবে৷ গত শনিবার ইসরোয় গিয়ে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গ্রিস থেকে ফিরেই বেঙ্গালুরুতে গিয়ে ইসরো দলকে সংবর্ধনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার ঐতিহাসিক সেই মুহূর্তকে বাংলার মাটিতে উদযাপন করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

(Feed Source: news18.com)