সম্প্রতি ঘোষণা হয়েছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম ও তালিকা। আর তাতেই সেরা হিন্দি ছবির পুরস্কার জিতে নিয়েছে বলিউডের বাঙালি পরিচালক সুজিত সরকারের ছবি ‘সর্দার উধম’। এছাড়াও মোট পাঁচটি পুরস্কার জিতেছে ‘সর্দার উধম’ ছবিটি। তবে তাতেও সেরা অভিনেতার পুরস্কার জোটেনি ছবির কেন্দ্রীয় অভিনেতা ভিকি কৌশলের কপালে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন, সৌজন্যে, ‘পুষ্পা: দ্য রাইজ’।
ভিকি কৌশলের সেরা অভিনেতার স্বীকৃতি না পাওয়া নিয়ে মুখ খুলেছেন পরিচালক সুজিত সরকার। পরিচালকের কথায়, ‘ভিকি নিঃসন্দেহে সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি যেভাবে সর্দার উধমে নিজেকে ভেঙেছেন তা প্রশংসনীয়। আমরা জালিয়ানওয়ালাবাগের দৃশ্য দিয়ে ছবি শুরু করেছি। প্রথম শটটি ছিল উধম [মৃতদের] মৃতদেহ তুলে নিচ্ছেন, সেই ভার, আর সেই কষ্ট! সেই দুঃস্বপ্নের সাক্ষী ছিল সে। এই ছবির মূল সুর সেটাই। এরপর থেকে ভিকি আর রাতে ঘুমতে পারত না এবং সিনেমার অন্যান্য অংশ জুড়েও সেই মানসিক অশান্তি তিনি বহন করে চলেছেন।’ আর তাই সুজিত সরকার মনে করেন এই ছবির জন্যই সেরা অভিনেতার পুরস্কার পাওয়া উচিত ছিল ভিকির।
প্রসঙ্গত, ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, ‘সর্দার উধম’সেরা হিন্দি ছবি ছাড়াও পেয়েছে সেরা সিনেমাটোগ্রাফি, সেরা পোশাক ডিজাইন, সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা অডিওগ্রাফি: রি-রেকর্ডিং (ফাইনাল মিক্সিং) বিভাগ সহ একাধিক পুরস্কার।
এর আগে হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকারে পরিচালক সুজিত সরকার জানান, তিনি তাঁর ছবি ‘সর্দার উধম’-এর জন্য পাওয়া সমস্ত পুরস্কার প্রয়াত ইরফান খানকে উৎসর্গ করতে চান। কারণ, ইরফান খানের কথা মাথায় রেখেই এই ছবির পরিকল্পনা করেছিলেন তিনি। সুজিত সরকারের কথায়, ‘আমাদের দুর্ভাগ্য যে ইরফান আজ আর আমাদের মধ্যে নেই, এই ছবির অংশ তিনি হতে পারেননি। তবে আমি খুশি এই ছবি এতগুলি জাতীয় পুরস্কার জিতেছে। আমি সবটাই ইরফানকে উৎসর্গ করতে চাই।’
(Feed Source: hindustantimes.com)